অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স ভারতের। জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া। কেন্দ্রের বিদ্যুৎবণ্টন সংশোধনী বিলের বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। সিঙ্গল ডোজেই ভ্যাক্সিনেশন হবে সম্পূর্ণ। বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী তুললেই কড়া ব্যবস্থা। ২ বছরের চুক্তিতে মেসি যাচ্ছেন পিএসজি-তে। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স ভারতের। জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া। কুস্তিতে ব্রোঞ্জ বজরং পুনিয়ার।
বিদ্যুৎবণ্টন সংশোধনী বিল ‘জনস্বার্থবিরোধী’। বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীকে দিলেন চিঠি।
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। ইটের আঘাতে মাথা ফাটল যুবনেতা সুদীপ রাহার। আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত-ও।
করোনা রুখতে নয়া পদক্ষেপ। সিঙ্গল ডোজেই ভ্যাক্সিনেশন হবে সম্পূর্ণ। জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনকে ছাড়পত্র কেন্দ্রের।
করোনা রুখতে কঠোর প্রশাসন। বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী তুললেই কড়া ব্যবস্থা। হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের।
স্কুলের ফি দেওয়া সংক্রান্ত জটিলতায় ইতি। দিতে হবে বকেয়া ফি-র ন্যূনতম ৫০ শতাংশ। নির্দেশ কলকাতা হাই কোর্টের।
জল্পনার অবসান। ২ বছরের চুক্তিতে মেসি যাচ্ছেন পিএসজি-তে। অভ্যর্থনা জানাতে সেজে উঠছে আইফেল টাওয়ার।
আরও শুনুন: 5 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ ভারতের, কুস্তিতে রুপো
আরও শুনুন: 6 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- বাদ রাজীব গান্ধী, ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কার
বিস্তারিত খবর:
1. ভারতের ক্রীড়া ইতিহাসে নতুন মাইলফলক। তা তৈরি হল নীরজ চোপড়ার হাতে। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন তিনি। গড়লেন একাধিক ইতিহাস। নীরজের হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে প্রথম পদক তথা প্রথম সোনা জিতল ভারত। তেরো বছর পর, অর্থাৎ অভিনব বিন্দ্রার সোনাজয়ের পর, নীরজ দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট, যিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। কোয়ালিফিকেশনে রাউন্ডের প্রথম থ্রোয়েই অবিশ্বাস্য ভাবে উঠে এসেছিলেন ফাইনালে।
এইদিন প্রথম চেষ্টায় ৮৭.০৯ মিটার দূরত্ব পার করে বাকিদের থেকে অনেক এগিয়ে যান। দ্বিতীয় চেষ্টায় সেই দূরত্ব বেড়ে যায় আরও খানিক। পার করেন ৮৭.৫৮ মিটার। এই দ্বিতীয় থ্রোতেই তিনি পৌঁছে যান এক নম্বর আসনে। তৃতীয় থ্রোতে অনেকটা কমে দাঁড়ায় ৭৬.৭৯। চতুর্থ এবং পঞ্চমবার তাঁর ফাউল হয়। ষষ্ঠ থ্রোয়ে পেরোন ৮৪.২৪ মিটার। সব মিলিয়ে তাঁর পারফরম্যান্স পিছনে ফেলে দেয় বাকিদের। আর প্রত্যাশামতোই সোনা উঠে আসে তাঁর হাতে। নীরজের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ।
এদিনই, কাজাখস্তানের কুস্তীগিরকে ৮-০ ব্যবধানে হারিয়ে ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া।
পদকের বিচারে এখনও পর্যন্ত এটাই ভারতের সফলতম অলিম্পিক। এবারে মোট সাতটি পদক পেল ভারত। পদক প্রাপ্তির যাত্রা শুরু হয়েছিল, ২৪ জুলাই। প্রথম রুপো জিতেছিলেন ভারোত্তোলক মীরাবাই চানু। ১ অগস্ট ব্রোঞ্জ জেতেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন লভলিনা বরগোহাঁই। হকিতে ব্রোঞ্জ জেতে পুরুষ হকিদল। একইদিন কুস্তিতে রুপো জেতেন রবি কুমার দাহিয়া। আজ শেষদিনে ভারতের প্রাপ্তির ঝুলিতে এল কুস্তিতে ব্রোঞ্জ এবং জ্যাভলিনে সোনা।
2. ‘জনস্বার্থবিরোধী’ বিদ্যুৎবণ্টন সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বাদল অধিবেশনে বিরোধীদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে পেশ হয়েছিল, বিদ্যুৎবণ্টন সংশোধনী বিল। শনিবার কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। এই আইন কার্যকর হলে খর্ব হবে রাজ্যের অধিকার।
কী রয়েছে এই বিলে?
দেশে বিদ্যুৎক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধির জন্য সংসদে এই বিল পেশ করেছে মোদি সরকার। এই বিল পাশ হলে দেশের যে কোনও এলাকায় যে কোনও সংস্থা বিদ্যুৎবণ্টন করতে পারবে। এমনকি একই এলাকায় বিদ্যুৎবণ্টন করতে পারবে একাধিক সংস্থা। কেন্দ্রের দাবি, বিদ্যুৎবণ্টনে প্রতিযোগিতা বাড়লে বিদ্যুতের দাম কমবে।
এই বিল আইনে পরিণত হলে রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলি আরও রুগ্ন হয়ে যাবে বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী।
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংবিধান অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র-রাজ্যের যুগ্ম তালিকায় থাকা বিষয়। অথচ রাজ্যের সঙ্গে কোনও আলোচনাই করা হচ্ছে না। সংশোধনী বিলটিকে জনবিরোধী বলেও দাবি করেছেন তিনি। মমতার কথায়, “বিল পাশ হলে বিদ্যুৎ বন্টন ব্যবস্থার উপর থেকে রাজ্যের নিয়ন্ত্রণ চলে যাবে। যার জেরে সমস্যায় পড়বেন রাজ্যের গরিব মানুষেরা।”
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।