সড়কপথে জলমগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস ইস্যুতে লাগাতার বিক্ষোভ। শাস্তির কোপে তৃণমূলের ছয় সাংসদ। নাবালিকা ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত দিল্লি। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
হেলিকপ্টারের বদলে, সড়কপথে জলমগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন দুর্গতদের সঙ্গে। রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রীও।
পেগাসাস ইস্যুতে লাগাতার বিক্ষোভ। শাস্তির কোপে তৃণমূলের ছয় সাংসদ। রাজ্যসভা থেকে সাসপেন্ড দিনভর।
নাবালিকা ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত দিল্লি। নির্যাতিতার পরিবারের পাশে রাহুল গান্ধী, তৃণমূলের প্রতিনিধিদল। অপরাধীদের ফাঁসি চেয়ে টুইট কেজরিওয়ালের।
ফের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। রাজ্যের পাঁচ জেলায় আরও ভারী বর্ষণের সতর্কতা।
ফের বাড়ছে করোনা উদ্বেগ। একলাফে অনেকটা বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী R-Factor।
নিউটাউন পর্ন কাণ্ডে নয়া মোড়। জারি ধরপাকড়। গ্রেপ্তার শুটিং কো-অর্ডিনেটর।
অলিম্পিকে ব্রোঞ্জ লভলিনার। শেষ মুহূর্তে ফাইনালে উঠে রুপো নিশ্চিত কুস্তিগির রবি কুমারের। দুর্দান্ত লড়াই করেও মহিলা হকির ফাইনালে উঠতে ব্যর্থ ভারত, তবে রয়েছে ব্রোঞ্জের আশা।
আরও শুনুন – 3 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- ব্যবসার জন্য আদর্শ বাংলা, রাজ্যের ঝুলিতে প্ল্যাটিনাম-সহ চারটি SKOCH Award
আরও শুনুন: 2 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- ত্রিপুরায় পা দিতেই হামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে
বিস্তারিত খবর:
1. হেলিকপ্টারে নয়, বুধবার সড়কপথেই হাওড়া ও হুগলির প্লাবিত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমতায় পৌঁছান তিনি। হাঁটু জলে দাঁড়িয়ে কথা বলেন প্লাবিত এলাকার বাসিন্দাদের সঙ্গে । শোনেন প্লাবিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ। ত্রাণসামগ্রীর কোনও অভাব হবে না বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
এখনও পর্যন্ত আমতা এবং উদয়নারায়ণপুরের পরিস্থিতি যথেষ্ট ঘোরাল। আমতার ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা পুরোপুরি প্লাবিত। আজ বুধবার নতুন করে জল ঢুকতে শুরু করেছে দু’টি পঞ্চায়েত এলাকায়। রূপনারায়ণ, মুণ্ডেশ্বরীর জলে দীপাঞ্চলের অবস্থাও অত্যন্ত সঙ্গীণ। পাশাপাশি সম্পূর্ণ প্লাবিত হয়েছে উদয়নারায়ণপুরেরও সাতটি গ্রাম পঞ্চায়েত। প্লাবিত এলাকার কয়েক লক্ষ মানুষ চরম দুর্ভোগের শিকার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। প্লাবিতদের যাতে কোনওরকম খাবার ও পানীয় জলের অভাব না হয়, সে বিষয়ে খেয়াল রাখার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকদের।
বুধবার তাঁর কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। ফোনালাপে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দেন ডিভিসি’র বিরুদ্ধে। ‘ম্যান মেড বন্যা’ বলেই অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে ডিভিসি’কে আর জল না ছাড়ার অনুরোধ জানান। পিএমও-র তরফে টুইটে বলা হয়েছে, ‘জলাধার থেকে জল ছাড়ার দরুন বাংলার কিছু জায়গায় হওয়া বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে রাজ্যকে সমস্তরকম সাহায্য করা হবে। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।’ ওয়াকিবহাল মহল বলছে, এই টুইট থেকে স্পষ্ট যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মেনে নিয়েছেন
2. রাজ্যসভায় লাগাতার বিক্ষোভের জেরে শাস্তির মুখে ৬ জন তৃণমূল সাংসদ। আজ বুধবার গোটা দিনের জন্য তাঁদের রাজ্যসভার অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। ছয় সাংসদ হলেন, দোলা সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম নূর। বুধবার গোটা দিনের জন্য রাজ্যসভা অধিবেশন থেকে সাসপেন্ড হন তাঁরা।
পেগাসাস ইস্যুতে শুরু থেকেই সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে তৃণমূল। ফোনে আড়ি পাতা ইস্যু নিয়ে বিরোধীদের মধ্যে সবথেকে বেশি সরব এরাজ্যের শাসকদলই। বাদল অধিবেশনের শুরু থেকেই লাগাতার সংসদের দুই কক্ষে বিক্ষোভ দেখিয়ে আসছে তাঁরা। এর আগে দুই তৃণমূল সাংসদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল সাংসদ শান্তনু সেন যেভাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন, আবার ডেরেক ও ব্রায়েন যেভাবে সংসদের বিল পাশ করানোকে ‘পাপড়ি চাট’ বানানোর সঙ্গে তুলনা করেছেন, প্রধানমন্ত্রীর নজরে সেটা ‘সংসদ ভবন এবং মানুষের অপমান।’
সরকার এবং বিরোধীদের প্রবল টানাপোড়নে বিগত দু’সপ্তাহে প্রায় প্রতিদিনই দফায় দফায় মুলতবির সাক্ষী হয়েছে লোকসভা ও রাজ্যসভা। এর আগে রাজ্যসভায় চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু বিরোধী সাংসদদের আচরণে ক্ষোভপ্রকাশ করেছেন। এদিন সরাসরি ছয় তৃণমূল সাংসদকে গোটা দিনের জন্য সাসপেন্ড করে দিলেন তিনি।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।