তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো। ‘প্রধানমন্ত্রী পোষণ’ প্রকল্পে সম্মতি কেন্দ্রের। যুক্ত হচ্ছে মিড ডে মিলও। ফেসবুক-টুইটারের রাজনীতি চলবে না। রাস্তায় নামুক কংগ্রেস। তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের ডিউটিতে গিয়ে দুর্ঘটনা। ছাদ থেকে পড়ে মৃত্যু পুলিশকর্মীর।
হেডলাইন:
আরও শুনুন: 28 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- পুজোয় করোনা-কাঁটা, রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র
আরও শুনুন: 27 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- সবার জন্য ডিজিটাল হেল্থ কার্ড, ঘোষণা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. প্রস্তুতি ছিলই। তৃণমূলে যোগ দেওয়ার দিনক্ষণও আগে থেকেই স্থির ছিল। সেই মতো নির্দিষ্ট দিনে তৃণমূলে যোগ দিলেন গোয়ার দুই বারের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা লুইজিনহো ফ্যালেইরো। তাঁর সঙ্গেই ঘাসফুল শিবিরে এলেন আরও ৫ নেতা। এত জনের একসঙ্গে যোগদান যেমন তৃণমূলের শক্তি বাড়িয়ে দিল, তেমনই বাংলার বাইরে তৃণমূলের গুরুত্বও বেড়ে গেল।
বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভিনরাজ্যের নেতাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়ও। এই যোগদানকে তৃণমূলের ‘মাইলস্টোন’ বলে অভিহিত করে সৌগত রায় জানান, গোয়ার আরও কয়েকজন নেতা বৃহস্পতিবার দলবদল করবেন।
সোমবার কংগ্রেস ছেড়ে মঙ্গলবারই কলকাতায় এসে পৌঁছেছিলেন সাত বারের কংগ্রেস বিধায়ক লুইজিনহো। সেদিন তাঁকে স্বাগত জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তখনই স্থির হয়ে গিয়েছিল, বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে লুইজিনহো যোগ দেবেন তৃণমূলে। আর বুধবার দুপুরে দেখা গেল, নবান্নে গিয়েছেন লুইজিনহো এবং তাঁর সঙ্গী নেতারা। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা তাঁদের সকলকে উত্তরীয় উপহার দেন।
2. এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস থেকে বেরিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারের মঞ্চ থেকে কংগ্রেস-বিজেপির জোট নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দলীয় মুখপত্রে কংগ্রেসকে ‘পচাডোবা’ বলেও কটাক্ষ করেছে তৃণমূল। এছাড়া জাতীয় স্তরে কংগ্রেসের শক্তিক্ষয় করে তৃণমূলে যোগ দিচ্ছেন একাধিক নেতা-কর্মী। এমন আবহে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিষেক।
বুধবার তৃণমূলের সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের সঙ্গে সরাসরি আমাদের লড়াই নেই। সাত বছর ধরে কংগ্রেস কেন্দ্রে প্রধান বিরোধী দল। অথচ তৃণমূল, বিজেপি বারবার হারাচ্ছে। ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না।”
এরপর সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে অভিষেক বলেন, “কংগ্রেসের উচিৎ আরামকেদারা ছেড়ে রাস্তায় নামা। এটা ঘরে বসে করা সম্ভব নয়। তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে না। মাঠে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আমরা সোশ্যাল মিডিয়ার দল হয়ে থাকব না।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।