মাদক মামলায় ২৬ দিন পর জামিন পেলেন আরিয়ান খান। ৩ দিনের সফরে গোয়া পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরাখণ্ড থেকে কফিনবন্দি ৫ বাঙালির দেহ ফিরল শহরে।
হেডলাইন:
আরও শুনুন: 27 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- দীপাবলিতে বাজি পোড়ানো যাবে ২ ঘণ্টা, অনুমতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
আরও শুনুন: 26 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ‘সোনার খনি’ দার্জিলিং, কর্মসংস্থানে নয়া দিশা মমতার
বিস্তারিত খবর:
1. অবশেষে জামিন পেলেন আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল শাহরুখপুত্রকে। তার ২৬ দিন পর বম্বে হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করল। আরিয়ানের পাশাপাশি আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করা হয়েছে। শুক্র বা শনিবার জেল থেকে ছাড়া হতে পারে শাহরুখপুত্রকে।
২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শোনা যায়, এনসিবি’র সেই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। কর্ডেলিয়া ক্রুজের পার্টি থেকেই আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করা হয়। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা হয়।
এদিকে শাহরুখপুত্রের মাদক যোগ কাণ্ডে এনসিবির অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে গ্রেপ্তার করেছে পুণে পুলিশ। পুরনো একটি প্রতারণা মামলায় বুধবার রাতে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত। তোলাবাজির অভিযোগে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
2. পাহাড় সফর শেষ করে তিনদিনের ঠাসা কর্মসূচি নিয়ে এবার সৈকত রাজ্য গোয়ায় পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি পানাজির ডাবোলিম বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে সড়কপথে পৌঁছে যান হোটেলে। এদিন হোটেলবন্দি থাকবেন তিনি। শুক্রবার সকাল থেকে পানাজিতে দিনভর কর্মসূচি রয়েছে তাঁর।
আগামী তিনদিন গোয়ায় একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকেই ঝাঁপিয়ে পড়বেন জনসংযোগে। সূত্রের খবর, মমতার এই সফরে তৃণমূলে যোগ দিতে চলেছেন সেখানকার নামী কয়েকজন ব্যক্তিত্ব। আর তৃণমূল নেত্রীর সেই সফরের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তবে তাঁর এই গোয়া সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বঙ্গ বিজেপি নেতৃত্ব।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।