‘সোনার খনি’ দার্জিলিং। কর্মসংস্থানের দিশা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরাখণ্ডের উদ্ধার ৫ বাঙালি পর্যটকের দেহ। আগামী সপ্তাহে আগরতলায় প্রথম জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস কাশ্মীরি মেডিক্যাল পড়ুয়াদের। দায়ের ইউএপিএ মামলা।
হেডলাইন:
আরও শুনুন: বিশেষ বিশেষ খবর- কালীপুজোর পর রাজ্যে খুলবে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 24 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৬১, উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. মঙ্গলবার কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠকে জেলার কর্মসংস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হদিশ দিলেন দার্জিলিংয়ে থাকা ‘সোনার খনি’র। কীভাবে তা কাজে লাগাতে হবে, এদিনের বৈঠকেই তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কর্মসংস্থান নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের সামনে থাকা জিনিসগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে ওয়াকিবহাল নই। দার্জিলিংয়ে পাহাড়ের গায়ে যে গাছ থাকে, সেগুলির পাতা যদি রপ্তানি করা যায়, তা অত্যন্ত লাভজনক। সেই সঙ্গে রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ।” এদিন ঝরনার জল ব্যবহার করে পাহাড়ে ওয়াটার বটলিং প্ল্যান্ট তৈরির পরামর্শও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ডেয়ারি থেকে দুগ্ধজাত দ্রব্য বিক্রির কথা বলেন।
এছাড়াও এদিন পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজে পাহাড়ের সব দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাকে সুযোগ দিন। পাহাড়ের স্থায়ী সমাধান করে দেব।” আরও বলেন, “বাইরে থেকে এসে রাজনীতি করে চলে যাচ্ছে। দার্জিলিংকে ভেঙে দিচ্ছে। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ হবে। পাহাড়ের পার্মানেন্ট সলিউশন হবে পাহাড়ের মানুষকে নিয়েই।”
2. সন্ধান মিলল রাজ্য থেকে উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হওয়া ৫ পর্যটকের মৃতদেহের। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার সুন্দরধুঙ্গা হিমবাহে ট্রেকিং করতে গিয়েছিলেন তাঁরা। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও ওই এলাকায় অনুসন্ধান জারি রেখেছে উদ্ধারকারী দল।
বাগেশ্বরের জেলাশাসক বিনীত কুমার জানিয়েছেন, ”এনডিআরএফ ও এসডিআরএফের ১৩ সদস্যের উদ্ধারকারী দল মঙ্গলবার সুন্দরধুঙ্গার কাছে দেবীকুণ্ডে পৌঁছয়। সেখানেই ওই পাঁচজনের মৃতদেহের সন্ধান মেলে।”
উদ্ধার হওয়া মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাপকোটে। ময়নাতদন্তের পরে শনাক্তকরণ হয়ে গেলে দিল্লিতে এসে পৌঁছবে দেহগুলি। সেখানে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে সেগুলি কলকাতায় পাঠানো হবে। সম্ভবত বুধবার বিকেলে কলকাতায় দেহ এসে পৌঁছবে।
তবে এখনও সন্ধান মেলেনি দলটির গাইড খিলাফ সিংয়ের। আশঙ্কা রয়েছে, হয়তো তাঁর দেহ কোনও বন্য জন্তু টেনে নিয়ে গিয়ে থাকতে পারে। অথবা বরফের আস্তরণের তলায় তা চাপা পড়ে রয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।