রাষ্ট্রসংঘে মোদির রবীন্দ্র-স্মরণ। আবৃত্তি করলেন বাংলা কবিতা। আফগান মাটি যেন ব্যবহৃত না হয়। রাষ্ট্রসংঘের বৈঠকে পাকিস্তানকে বার্তা মোদির। অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক। রাষ্ট্রসংঘে বেনজির আক্রমণ ভারতের। কেন্দ্রের আপত্তি। বাতিল মমতার রোম সফর।
হেডলাইন:
আরও শুনুন: 24 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- দিল্লির আদালতে গ্যাংওয়ার, গুলিবিদ্ধ হয়ে মৃত ৬
আরও শুনুন: 23 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ‘ভবানীপুর’ থেকে ‘ভারতে’র ডাক মমতার
বিস্তারিত খবর:
১. কখনও ভোটের প্রচারে তো কখনও জাতির উদ্দেশে ভাষণে। রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী। উসকে দিয়েছেন বাঙালি আবেগ। এবার রাষ্ট্রসংঘের মঞ্চে বিশ্বকবির কবিতার দু’লাইন পাঠ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবি ঠাকুরের লেখায় মিশে গেল আফগানিস্তান থেকে আমেরিকা।
রাষ্ট্রসংঘের ৭৬তম সম্মেলনে বক্তব্য শেষ করার আগে রবীন্দ্রনাথ পড়লেন মোদি। পাঠ করলেন, “শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।” এর পর প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের সংকটের মাঝে কবিগুরুর এই গান থেকে অনুপ্রেরণা নিন। শুধু আফগানিস্তান কেন, আমেরিকা-সহ সমস্ত দেশ তাঁর গান থেকে অনুপ্রেরণা নিতে পারে। ভয় দূর করে কর্মপথে এগিয়ে চলুন।”
ইতিপূর্বে রাষ্ট্রসংঘে ভারতের কোনও প্রধানমন্ত্রীকে বাংলা কবিতা আবৃত্তি করতে শোনা যায়নি। এবার সেই ইতিহাস গড়ে ফেললেন মোদি।
২. আফগানিস্তান তালিবানি দখলে। জেহাদি সরকারকে সমর্থনের সওয়াল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন পরিস্থিতিতে ভারত কী অবস্থান নেয়, তার দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। রাষ্ট্রসংঘের সম্মেলন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, সন্ত্রাসের সঙ্গে আপোষ নয়।
রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে নাম না করে পাকিস্তানকে তোপ দাগলেন নরেন্দ্র মোদি। বিশ্বকে সতর্ক করলেন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে। বললেন, “আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসবাদি কার্যকলাপের জন্য ব্যবহার না হয়। অন্য কেউ যেন সেই দেশের পরিস্থিতির সুযোগ না নেয়।” ওয়াকিবহাল মহল মনে করছে, নাম না করে ইসলামাবাদকেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোদি। কেউ কেউ সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এদিন অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী।
রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৬তম সম্মেলনে ভারতের সাফল্য তুলে ধরলেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ‘গণতন্ত্রের প্রাণবন্ত উদাহরণ ভারত’। তুলে ধরলেন আত্মনির্ভরতার প্রসঙ্গও। সমবেদনা জানালেন কোভিড-১৯-এ মৃতদের প্রতিও।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।