দিল্লিতে বৈঠক মোদি-মমতার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সুব্রহ্মণ্যম স্বামী। অবশেষে প্রকাশিত প্রাথমিক টেটের তালিকা। এসএসসি নিয়োগ মামলায় এখনই তদন্ত করতে পারবে না সিবিআই। পুরভোট নিয়ে কাটল না অনিশ্চয়তা।
হেডলাইন:
আরও শুনুন: 22 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- এসএসসির গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় তদন্তের ভার সিবিআইকে
বিস্তারিত খবর:
1. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান, তাঁর ডাকে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বছর নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ২০ ও ২১ এপ্রিল হবে এই সম্মেলন। সেখানে আসতে আগ্রহী প্রধানমন্ত্রী।
জানা যাচ্ছে, এ দিন প্রায় ৪০ মিনিট কথা হয়েছে দুজনের। রাজ্যের বকেয়া অর্থ থেকে বিএসএফের ক্ষমতা বৃদ্ধির মতো বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। বাংলার বকেয়া প্রায় ৬৩ হাজার কোটি টাকা চাওয়ার পাশাপাশি বিএসএফের ক্ষমতাবৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কথা হয়েছে করোনা পরিস্থিতি নিয়েও। ১২ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড টিকা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি খতিয়ে দেখারও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি ত্রিপুরার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়েও কথা হয় তাঁদের মধ্যে। মুখ্যমন্ত্রী জানান, “আমি প্রধানমন্ত্রীকে ত্রিপুরার অশান্তি নিয়ে বলেছি। ত্রিপুরায় এত হিংসা কেন?” উত্তর-পূর্বের রাজ্যে দলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেপ্তারি নিয়েও সরব হন তিনি।
2. প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির সেই ‘বিক্ষুব্ধ’ সাংসদ সুব্রহ্মণ্যম কি এ বার তবে তৃণমূলের পথে? বুধবার বিকেলে মমতা-সুব্রহ্মণ্যম বৈঠক সেই জল্পনাকেই উস্কে দিয়েছে আরও একবার। এ দিন প্রায় আধঘণ্টা দুজনের মধ্যে কথাবার্তা হয়। মমতার সঙ্গে বরাবরই আছেন, বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানালেন সুব্রহ্মণ্যম।
মমতার এবারের দিল্লি সফরেও একের পর এক জাতীয় স্তরের নেতা, বিশিষ্ট ব্যক্তি তৃণমূলে যোগ দিচ্ছেন। বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে যোগ দিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার এবং প্রাক্তন জেডিইউ সাংসদ পবন বর্মা। এবার সেই তালিকায় সুব্রহ্মণ্যম স্বামীর নামও যোগ হয় কিনা, সেটাই দেখার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।