উৎসব মিটতেই বাড়ছে দৈনিক সংক্রমণ। বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী। ‘হিংসা রুখতে ব্যবস্থা নেননি হাসিনা’। অভিযোগ তসলিমার। নতুন দল গড়ার ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। আর জি কর হাসপাতালের অচলাবস্থা কাটার পথে।
হেডলাইন:
আরও শুনুন: 19 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বাংলাদেশে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নির্দেশ শেখ হাসিনার
আরও শুনুন: 18 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি কলকাতার ইসকন কর্তৃপক্ষের
বিস্তারিত খবর:
1. উৎসবের মরশুম মিটতেই হুড়মুড়িয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। লাফিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। উদ্বেগ বাড়িয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৭২৬। একদিনে রাজ্যে করোনার বলি ৯ জন। সুস্থ হয়েছেন ৭৯৫ জন। রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৩৩ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে ২৪৪ জন কলকাতার বাসিন্দা। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে এই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১২৯ জন।
একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ২.৪৩ শতাংশ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮২, ৮১৩।
মঙ্গলবারের মতোই বুধবারও রাজ্যে করোনার বলি হয়েছেন ৯ জন। সর্বোচ্চ মৃত্যুর হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতা ও নদিয়ায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম বর্ধমান ও আলিপুরদুয়ারে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৭ জন।
2. বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা নিয়ে বিজেপি নীরব কেন? এবার সরাসরি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপিরই সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর প্রশ্ন, বাংলাদেশের গণহত্যা নিয়ে এই মৌনের কারণ কী? ভারত সরকার এখন কি বাংলাদেশকেও ভয় পাচ্ছে?
বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর সপ্তাহখানেক কেটে গিয়েছে। কিন্তু এই বিষয়ে তথাকথিত হিন্দুত্ববাদী দল বিজেপির শীর্ষ নেতৃত্ব একপ্রকার নীরব। বিজেপির বঙ্গ নেতারা বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে টুকটাক প্রতিবাদ করলেও সর্বভারতীয় স্তরের শীর্ষ নেতৃত্ব একপ্রকার নীরবই।
যা নিয়ে এবার দলের অন্দরেই কটাক্ষের শিকার হতে হল কেন্দ্রের বিজেপি সরকারকে। গেরুয়া শিবিরের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হওয়া সুব্রহ্মণ্যম স্বামী বলছেন,”বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের গণহত্যা হচ্ছে। এ নিয়ে বিজেপি প্রতিবাদ কেন করছে না? আমরা কি বাংলাদেশকেও ভয় পাচ্ছি? লাদাখে চিনা আগ্রাসনের পর আফগানিস্তানে তালিবান আমাদের ভয় দেখাচ্ছে। আমরা ওঁদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হচ্ছি। এরপর কি আমরা মালদ্বীপকেও ভয় পাব?” স্বামীর প্রশ্ন গেরুয়া শিবিরকে অস্বস্তির মুখে ফেলেছে বলেই মনে করে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।