প্যান সংযুক্তিকরণেও প্রতারণার সম্ভাবনা। সাইবার জালিয়াতদের ফাঁদে পা নয়, বিশেষ সতর্কবার্তা কেন্দ্রের। মালদহের কাউন্সিলর খুনে ‘মূলচক্রী’ নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা। বুধবার জানাল পুলিশ। সন্দেশখালিতে ‘গণধর্ষণে’র পর হুমকির ঘটনা। নির্যাতিতাকে নিরাপত্তার নির্দেশ হাই কোর্টের। ভবানীপুর ক্লাবে সংবর্ধনা সন্তোষজয়ী বাংলা দলকে। নতুন প্রতিভা তুলে আনতে গড়া হবে অ্যাকাডেমি।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১/ প্যান সংযুক্তিকরণের অছিলায় ফাঁদ পাতছে প্রতারকরা। এবার তা নিয়ে গ্রাহকদের সতর্ক করল কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতি জারি করে জানিয়েছে, প্যান সংক্রান্ত ভুয়ো বার্তা পাঠানো হচ্ছে। সরকারি পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকেরা মোবাইল ফোনে ওই বার্তা পাচ্ছেন। যেখানে বলা হচ্ছে, অবিলম্বে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে প্যান যুক্ত করতে হবে। না হলে গ্রাহকের অ্য়াকাউন্টি বন্ধ হয়ে যাবে। ২৪ ঘণ্টার মধ্যে প্যান আপডেট করতে বলা হয়েছে। এই সঙ্গে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে। ওই লিঙ্ক করলেই প্রতারকদের ফাঁদে পড়বেন গ্রাহক। সতর্ক করে কেন্দ্র জানিয়েছে, লিঙ্কে যেন ক্লিক না করেন গ্রাহকরা। পিআইবি যে কোনও বার্তা পাঠায়নি তাও নিশ্চিত করা হয়েছে।
২/ মালদহের কাউন্সিলর খুনে মূলচক্রীদের নাম ঘোষণা পুলিশের। ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছে মোট ৭ জন। তার মধ্যে রয়েছে দুই মূলচক্রী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। তিনি জানান, কাউন্সিলর দুলাল সরকার খুনে মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি মালদহ টাউন তৃণমূল সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি। অপর মূলচক্রী স্বপন শর্মা। ম্যারাথন জেরার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন, দুলালকে খুনে ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়। নরেন্দ্রনাথ ও স্বপন সুপারি দিয়েছিল। খুনের আগে বেশ কয়েকদিন রেইকি করে দুষ্কৃতীরা। তারপর খুন করা হয় কাউন্সিলরকে। তবে ৬ দিন কেটে গেলেও, কী কারণে খুন হলেন কাউন্সিলর তা স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত আরও তথ্যের খোঁজ চলছে বলেই জানানো হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।