মেধাতালিকা মেনেই নিয়োগ হবে দ্রুত। চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে আশ্বাস শিক্ষামন্ত্রীর। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন, দাবি প্রার্থীদের। নবমবার তলবেও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। হাসপাতালে ভরতির প্রয়োজন নেই, স্বাস্থ্যপরীক্ষার পর দাবি চিকিৎসকদের। বীরভূমেই ফিরলেন নেতা। কমনওয়েলথের শেষ দিনেও অব্যাহত ভারতের সোনালি সফর। ব্যাডমিন্টনে সোনা পিভি সিন্ধু ও লক্ষ্য সেনের। টেবিল টেনিসে সোনা পেলেন শরৎ কমল।
হেডলাইন:
আরও শুনুন: 7 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- বালিগঞ্জে বিলাসবহুল গাড়ি পিষে দিল মহিলাকে, গ্রেপ্তার চালক
আরও শুনুন: 6 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ভরসন্ধেয় শহরে গুলিবৃষ্টি, সিআইএসএফ বারাকে জওয়ানের গুলিতে নিহত ১
বিস্তারিত খবর:
1. শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর স্বস্তি মিলল এসএসসি আন্দোলনকারীদের। নবম থেকে দ্বাদশের মেধাতালিকাভুক্ত প্রত্যেককে নিয়োগ করা হবে বলে আশ্বাস ব্রাত্যর। বৈঠক ইতিবাচক, তবে নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সাফ জানিয়েছেন এসএসসি আন্দোলনকারী শহিদুল্লা।
নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে পাঁচশো দিনেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করেছেন ২০১৬-র এসএসসিতে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। সম্প্রতি এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এদিনের বৈঠকের কথাও জানা গিয়েছিল সেই আলোচনাসূত্রেই। পূর্বনির্ধারিত সময়েই এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের ৮ জনের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহিদুল্লা বলেন, “শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মেধাতালিকাভুক্ত কমবেশি ৬ হাজার চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে।” এদিকে সাংবাদিক বৈঠকে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “সবাইকে নিয়োগ করতে হলে নতুন পদ তৈরি করতে হবে। শূন্যপদ তৈরি করতে হলে অর্থদপ্তরের অনুমতি দরকার। অনুমতি লাগবে মন্ত্রিসভার। সর্বোপরি মুখ্যমন্ত্রীর অনুমতি প্রয়োজন।” ফলে প্রশাসনিক তৎপরতা শুরু হলেও বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে বেশ অনেকটা সময় লাগবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. সিবিআই-এর নোটিস সত্ত্বেও ফের হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলার তদন্তে নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের তলব পেয়ে ইমেল মারফত কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্যই তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু সোমবার তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়ে দেন, এখন হাসপাতালে ভরতির কোনও প্রয়োজন নেই তাঁর। কয়েকটি ক্রনিক রোগ ছাড়া অনুব্রতর তেমন কোনও সমস্যা নেই বলেই জানান বিশেষজ্ঞরা। এদিন হাসপাতালে রোগীর আত্মীয়দের বিদ্রুপের মুখেও পড়েন অনুব্রত। হাসপাতাল থেকে তিনি সিবিআই দপ্তরে যাবেন কি না, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে শেষমেশ সোজা বোলপুরের পথেই রওনা হলেন তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে এবার কোন পথে হাঁটবে সিবিআই, উঠছে এই প্রশ্ন। তবে এই পদক্ষেপের জেরে আরও সমস্যায় পড়তে পারেন অনুব্রত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।