শিক্ষাকে রাজভবনের বাইরে আনতে নয়া উদ্যোগ। কৃষি-স্বাস্থ্য-প্রাণীসম্পদ দপ্তরের বিশ্ববিদ্যালয়ে আচার্য হোন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। হাই কোর্টের নতুন বেঞ্চেও ধাক্কা SSC’র। বাতিল গণিত শিক্ষক সিদ্দিক গাজির ‘বেআইনি’ চাকরি। নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। অবলুপ্ত রাজ্যের রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগের দায়িত্ব পেল স্টাফ সিলেকশন কমিশন।
হেডলাইন:
আরও শুনুন: 5 জুন 2022: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের অন্দরে ‘বিজেপির চর’ থাকার দাবি সুকান্তর, পালটা দিলেন কুণাল
বিস্তারিত খবর:
1. রাজ্যের শিক্ষাব্যবস্থাকে রাজভবনের আওতা থেকে বের করতে উদ্যোগ নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের বদলে থাকবেন মুখ্যমন্ত্রী, এমন প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছিল নবান্নের বৈঠকে। এবার আরও একধাপ এগোল সেই প্রক্রিয়া। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শিক্ষাদপ্তরের পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, প্রাণীসম্পদ দপ্তরের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিরও আচার্য পদে বসানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল পেশ করে এই সংক্রান্ত আইন সংশোধন করা হবে বলে খবর। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সমস্ত জায়গা থেকে রাজ্যপালকে সরানোর ক্ষেত্রে আরও একধাপ এগোচ্ছে নবান্ন। এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলায় হেলথ ইউনিভার্সিটি, কল্যাণী ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. ফের আইনি ধাক্কার মুখোমুখি স্কুল সার্ভিস কমিশন। বেআইনি নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের নতুন বেঞ্চও। রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর পর আবার গণিত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিলের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদকে। বুধবার ফের এই মামলার শুনানি।
সোমবার হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে নবম ও দশম শ্রেণিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি উঠেছিল। এদিন শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, মেধাতালিকা পরীক্ষা করে দেখা গিয়েছে, ২০০-র মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি, অথচ চাকরি পেয়েছেন মেধাতালিকার ২৭৫ নম্বরে থাকা স্থানাধিকারী। এরপরই তিনি মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন, কর্মরত গণিত শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিল করতে হবে। তবে ক’দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে, সে বিষয়ে এখনও আদালত স্পষ্ট করে কিছু জানায়নি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।