আহিরীটোলা কাণ্ডে মা-মেয়ের জেল হেফাজত। ঘটনার তদন্ত করবে মধ্যমগ্রাম থানাই, নির্দেশ আদালতের। পানাগড় দুর্ঘটনার পর তিন দিন পার। এখনও অধরা অভিযুক্তরা। কালীঘাটের কাকুর অডিও-য় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, উল্লেখ চার্জশিটে।এবার ইউনিভার্সাল পেনশন স্কিম চালুর ভাবনা কেন্দ্রের। ঢাকা সফরে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। চিঠি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূসকে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আহিরিটোলা কাণ্ডে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ। পুলিশ ধৃত মা-মেয়েকে প্রাথমিকভাবে জেরা করেছে। আজ, বুধবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল মা ও মেয়েকে। বিচারক ধৃতদের একদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। জেরায় জানা যায়, হত্যা হয়েছিল মধ্যমগ্রামে। কাজেই মধ্যমগ্রাম পুলিশ এই মামলার তদন্ত করবে। কলকাতা পুলিশ এই মামলায় তাদের হাতে থাকা তথ্য মধ্যমগ্রাম পুলিশের হাতে তুলে দেবে। এদিন সেই নির্দেশ দিয়েছেন বিচারক। এদিনই ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে মধ্যমগ্রামের ওই বাড়িতে গিয়েছিলেন নর্থ পোর্ট থানার ফরেনসিক আধিকারিকরা। খুনে ব্যবহার করা ইট উদ্ধার হয়েছে। যে বাড়িতে ধৃতরা ভাড়া থাকতেন, সেই বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে ওই ইট পাওয়া গিয়েছে। বটি দিয়ে মৃতের পা কাটা হয়েছিল। সেটি এখনও উদ্ধার হয়নি। তবে মনে করা হচ্ছে, সেটি পুকুরে ফেলা হয়েছে। বারাসত আদালতেই এই মামলার শুনানি হবে। আগামিকাল ধৃত দুজনকে পেশ করা হবে বারাসত আদালতে।
2. পানাগড় দুর্ঘটনার তিনদিন পার হলেও কাউকে এখনও আটক বা গ্রেপ্তার করা যায়নি। বুধবার সুতন্দ্রার গাড়িতে থাকা তিন আরোহীর গোপন জবানবন্দিও নেওয়া হয় পুলিশের তরফে। এদিকে বুধবার সকাল থেকে প্রচার হয় বাবলুকে ধরা হয়েছে বর্ধমান থেকে। বেলা গড়াতেই পুলিশ তা অস্বীকার করে। বাবলু যাদব আটক কিনা তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন পুলিশ কর্তারা। এদিকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সুতন্দ্রার মৃত্যুর তদন্ত করছে পুলিশ। কিন্তু তদন্ত কতদূর এগোল, কী-ই বা পাওয়া গেল তা নিয়েও নিশ্চুপ পুলিশ। তবে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, “জবানবন্দি রেকর্ড করার জন্যে আদালতে পাঠানো হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির দুই আরোহীকে। কী চাইছে তাঁরা, কী বলছে তাঁরা তাই আদালতের মাধ্যমে রেকর্ড করতেই এই সিদ্ধান্ত। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তল্লাশি চলছে।” যদিও ঘটনা ঘিরে একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরা। পুলিশের এই কার্যত ‘নিশ্চুপ’ অবস্থানে গোটা ঘটনা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।