মুণ্ডহীন দেহ ট্রলিতে লোপাটের ছক, আহিরিটোলায় পুলিশের জালে ২ মহিলা। উত্তরের চা শিল্পকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। পানাগড় কাণ্ডে অধরা অভিযুক্তরা। রেষারেষি তত্ত্বেই অনড় পুলিশ। রাজ্য সম্পাদক হলেন সেলিম, বাদ সুশান্ত-বিকাশ-কলতান, মহিলা মুখ মাত্র ১৪। দিল্লি বিধানসভায় পেশ বিতর্কিত ক্যাগ রিপোর্ট। ইউনুসের উপদেষ্টা পদ থেকে ইস্তফা নাহিদের, আসছে নতুন দল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আহিরিটোলায় ট্রলি থেকে উদ্ধার মুণ্ডহীন দেহ। খুন করে দেহ লোপাটের চেষ্টা, পুলিশের জালে দুই মহিলা। যে ট্যাক্সিতে করে ট্রলিটি আনা হয়েছিল, তার চালকও পুলিশের জালে। তাদের জিজ্ঞাসাবাদ করে দেহ লোপাটের পরিকল্পনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, দুই মহিলা সম্পর্কে মা-মেয়ে। মৃতা সুমিতা ঘোষ সম্পর্কে ওই মহিলার পিসি শাশুড়ি। প্রাথমিক তদন্ত বলছে, মধ্যমগ্রামের বীরেশ পল্লির বাড়িতে তাঁকে ইট দিয়ে থেঁতলে খুনের পর দেহ লোপাটের চেষ্টা করেছিল ওই দুজন। সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ধরা পড়েছে তারা। তবে তদন্তকারীদের জেরায় বারবার বয়ান বদল করছে ধৃত ফাল্গুনী ঘোষ। তদন্তকারীদের বিভ্রান্ত করার লক্ষ্যে এই কাজ বলে মনে করা হচ্ছে। অনুমান, সম্পত্তি আর গয়না নিয়ে বিবাদের জেরেই এই খুন। আপাতত মধ্যমগ্রাম থানা এই তদন্তের দায়িত্ব নিয়েছে। তবে বিষয়টিতে নজর থাকছে কলকাতা পুলিশেরও, ঘটনাস্থলে যেতে পারে কলকাতার তদন্তকারী দল।
2. উত্তরের চা শিল্পকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন বছরের জন্য ৬টি ধুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে। যাতে মালিকপক্ষ শ্রমিকদের ঠিকমতো মাইনে দিতে পারে। একইসঙ্গে চা পর্যটনে জোয়ার আনতে এবং কর্মসংস্থান গড়ে তোলার জন্য জোরাল পদক্ষেপ করেছেন মমতা। অন্যদিকে আলুচাষিদের জন্য সুখবর শোনালেন মমতা। আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা করা হল। এছাড়া, সাংবাদিক বৈঠকে ফের ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে অকাল বৃষ্টি, এর ফলেই ব্য়াপক ক্ষতি হয়েছে ফসলের। পাশাপাশি, কুম্ভ প্রসঙ্গও ওঠে এদিনের সম্মেলনে। এর আগে মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর উঠল, এবারের মহাকুম্ভ কি আদৌ ১৪৪ বছর পর হচ্ছে? সেই প্রশ্ন। এ ব্যাপারে মমতা বলেন, ‘যাঁরা বিশেষজ্ঞ তাঁরা সঠিক তথ্যটা জানান।’ সবমিলিয়ে এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।