ভারত-পাক মহারণ ঘিরে টানটান উত্তেজনা। ২৪১ রানে থামল পাকিস্তান, দুরন্ত কামব্যাক কুলদীপের। গুণমান পরীক্ষায় ডাহা ফেল ৮৪ ওষুধ। তালিকায়, অ্যাসিডিটি, কোলেস্টরল, ডায়াবেটিসের পথ্য। মমতার নেতৃত্বে তৃণমূলের দলীয় সভা আগামী সপ্তাহেই। ছাব্বিশের নির্বাচনের আগে বিশেষ বার্তা দিতে পারেন দলনেত্রী। ক্রীতদাসের মতো মানসিকতা থেকেই মহাকুম্ভের নিন্দা। বিরোধী নেতাদের তীব্র আক্রমণ মোদির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণ। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারত। অন্য দিকে, ভারতের বিরুদ্ধে জয় না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় নেবে পাকিস্তান। এদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিন বোলিং-এ নজর কাড়তে ব্যর্থ শামি। তবে তিন উইকেট নিয়ে দুরন্ত কামব্যাক কুলদীপের। ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জোড়া উইকেট পেয়েছেন হার্দিক। একটি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। কিন্তু উইকেট পাননি শামি। এদিকে, ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা এবং শুভমান গিল। ঝোড়ো ব্যাটিং করেও আউট হয়ে যান রোহিত শর্মা। ১৮তম ওভারে ১০০ পেরোল ভারত। ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করলেন বিরাট কোহলি। তবে টিম ইন্ডিয়ার সেলিব্রেশন দীর্ঘস্থায়ী হয়নি। অভিনব বলে গিলকে ফিরিয়ে ধাক্কা দেন আবরার আহমেদ। । শেষ পাওয়া খবর অনুযায়ী, ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার।
2. গুণমান পরীক্ষায় ডাহা ফেল ৮৪ ওষুধ। তালিকায়, অ্যাসিডিটি, কোলেস্টরল ও ডায়াবেটিসের মতো রোগের পথ্য রয়েছে। কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট জানাচ্ছে, অ্যাসিডিটি, কোলেস্টরল, ডায়াবেটিস ও জীবাণু ঘটিত রোগের মোকাবিলায় বাজারে বিক্রি হওয়া ৮৪টি ওষুধ নিরাপদ নয়। বিভিন্ন রোগের মোকাবিলায় বাজারে যে সব ওষুধ বিক্রি করা হয় নিয়মিত তার পরীক্ষা চালায় কেন্দ্রীয় সংস্থা সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হচ্ছে, এই ওষুধগুলির গুণগত মান অত্যন্ত খারাপ। যা রোগীদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ইতিমধ্যেই ওষুধগুলি দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ওষুধ রপ্তানি করা যাবে না বলেও জানিয়েছে সিডিএসসিও। যদিও এই ৮৪টি ওষুধের তালিকায় ঠিক কোন কোন সংস্থার ওষুধ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।