অনুব্রতর রাইস মিলে হানা সিবিআইয়ের। মিলল ‘পশ্চিমবঙ্গ সরকার’ লেখা ৬টি গাড়ি। টেন্ডার পেতে অনুব্রতকে টাকা ও গাড়ি দেওয়ার দাবি ব্যবসায়ীর। একাধিক প্রকল্পে লগ্নির জোয়ার কলকাতা বন্দরে। পরিকাঠামো খাতে পিপিপি মডেলের উপর জোর দেওয়াই লক্ষ্য। জানালেন বন্দরের চেয়ারম্যান। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা সিবিআইয়ের। কেন্দ্রীয় সংস্থাকে স্বাগত জানালেন সিসোদিয়া-কেজরিওয়াল। বিঁধলেন কেন্দ্রকেও।
হেডলাইন:
আরও শুনুন: 17 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- টেট পাশ না করেই চাকরি, মামলা অনুব্রতর মেয়ের নামে
বিস্তারিত খবর:
1. অনুব্রত মণ্ডলের ভোলে ব্যোম রাইস মিলে হানা দিয়ে মোট ৬টি গাড়ির সন্ধান পেলেন সিবিআই আধিকারিকেরা। জানা গিয়েছে, বিলাসবহুল গাড়িগুলিতে তৃণমূলের স্টিকার লাগানো। গাড়িতে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা প্রায়ই ওই মিলে যেতেন বলে দাবি স্থানীয়দের। এদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এদিন কার্যত বোমা ফাটিয়েছেন সিউড়ির ব্যবসায়ী। বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা অরূপ রতন ভট্টাচার্য এবং রামপুরহাটের প্রবীর মণ্ডলের দাবি, তিলপাড়া জলাধার থেকে বালি তোলার টেন্ডার পাইয়ে দিতে তাঁদের কাছ থেকে মোট ১০ কোটি টাকা চেয়েছিলেন অনুব্রত। ৫ কোটি ৫৬ লক্ষ নগদ টাকা দিয়েছিলেন বলে জানান ওই ব্যবসায়ীরা। এর মধ্যে নগদ দেড় কোটি টাকা বোলপুরের নিচুপট্টির বাড়িতে বসে অনুব্রত নিজে হাতে নিয়েছিলেন। বাকি টাকা তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের হাতে দিয়েছিলেন ব্যবসায়ীরা। পাশাপাশি ২০১৮ সালের বিশ্বকর্মা পুজোর দিন অনুব্রত মণ্ডলকে ৪৬ লক্ষ টাকা দামের একটি ফোর্ড এন্ডেভার গাড়ি দিয়েছিলেন বলেই দাবি ব্যবসায়ীর। তাঁর অভিযোগ, গাড়ি ফেরত চাইলে গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। এদিন মিলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে এবং মিলে তল্লাশি চালিয়ে সামনে এসেছে একাধিক নয়া তথ্য, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
2. পরিকাঠামো খাতে পিপিপি মডেলের উপর জোর দিতে লগ্নির বান ডেকেছে কলকাতা বন্দরে। ইতিমধ্যেই তিন প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি চূড়ান্ত। যার অন্যতম হলদিয়ার শালুকখালিতে হুগলি অয়েল অ্যান্ড গ্যাস টার্মিনাল লিমিটেডের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ৩০০ কোটি টাকার লিকুইড কার্গো জেটি নির্মাণ। ৩০ বছরের চুক্তিতে প্রকল্পে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করছে ওই সংস্থা। কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান, এদিনই হলদিয়ায় অশোধিত তেল আমদানি, স্টোরেজ ও ডেসপ্যাচ টার্মিনাল গড়ে তুলতে ‘ফিজিবিলিটি রিপোর্ট’ জমা দিয়েছে ব্রহ্মপুত্র ক্র্যাকার্স অ্যান্ড পলিমার লিমিটেড। পিপিপি মডেলে খিদিরপুর ডকে অন্তর্দেশীয় জলপথ পরিবহণে ১৮০ কোটি টাকার যৌথ প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মোট ৭৫০ কোটি টাকার তিনটি প্রকল্প ছাড়াও আগামী সাত-আট বছরের মধ্যে আরও ২৫০০ কোটি টাকা বেসরকারি লগ্নি পেতে চলেছে রাজ্যের এই বন্দর, এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।