পরবর্তী রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম। উপনির্বাচনের জন্য ফের পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক। বিধায়কদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস গ্রহণ স্পিকারের। ফের বিজেপি বিরোধী জোটের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিকল্প গড়তে সমমনস্ক দলগুলির সঙ্গে আলোচনার প্রস্তাব কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের। ফের চোখ রাঙাচ্ছে করোনা।
হেডলাইন:
আরও শুনুন: 15 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- ‘ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়’, হিজাব বিতর্কে রায় কর্ণাটক হাই কোর্টের
বিস্তারিত খবর:
1. দীর্ঘদিন পরে পরিবর্তনের ছোঁয়া আলিমুদ্দিন। রাজ্য সম্মেলন শেষ হতে না হতেই পরবর্তী রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করে দিল সিপিএম। সূর্যকান্ত মিশ্রর যুগের অবসানের পর নতুন রাজ্য সম্পাদক হলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। রাজনৈতিক মহলের একাংশের মত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মতামত এবং প্রভাব এক্ষেত্রে ভালভাবে কাজ করেছে। এছাড়া দলের নয়া নিয়ম মেনে বয়স্করা বাদ পড়লেন রাজ্য কমিটি থেকে। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ মোট ১২ জন বাদ পড়েছেন বলে খবর।
তিনদিনের রাজ্য সম্মেলনের শেষদিন নতুন রাজ্য সম্পাদক ঘোষণার অপেক্ষাতেই ছিলেন সকলে। দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কমরেড শ্রীদীপ মুখোপাধ্যায়ের নাম ঘোরাফেরা করছিল। মহম্মদ সেলিমের নাম নিয়েও দু-একবার আলোচনা হয়েছে। তবে দিনশেষে তিনিই রাজ্য সম্পাদকের পদে নির্বাচিত হলেন। পার্টি ভাগের পর এই প্রথম রাজ্য সম্পাদক হলেন কোনও সংখ্যালঘু ব্যক্তি। যা বামপন্থী ইতিহাসের নতুন অধ্যায়। ব্যাপক রদবদল হয়েছে সিপিএমের রাজ্য কমিটিতেও। বিমান বসু, সূর্যকান্ত মিশ্রর পাশাপাশি নতুন রাজ্য কমিটিতে ঠাঁই হয়নি নেপালদেব ভট্টাচার্য, মৃদুল দে, মিনতি ঘোষ, গৌতম দেবদের।
অন্যদিকে, গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলা সম্পাদক সুশান্ত ঘোষ এলেন রাজ্য কমিটিতে। সদস্য হয়েছেন আসানসোলের সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। এছাড়া DYFI-SFI নেতৃত্বের কয়েকজনকে রাজ্য কমিটির স্থায়ী সদস্য হিসেবে আনা হয়েছে। DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য আমন্ত্রিত সদস্য ছিলেন, এবার স্থায়ীভাবে ঢুকে গেলেন রাজ্য কমিটিতে। বঙ্গ সিপিএমের সংগঠনে এত রদবদল নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
2. উপনির্বাচনের কারণে ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার শিক্ষাসচিব ও মুখ্যসচিবের সঙ্গে আলাদা করে বৈঠক করার পর নতুন দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
মুখ্যমন্ত্রীর দাবি, ৫ রাজ্যের নির্বাচনের সময় এই উপনির্বাচন করে নেওয়া হলে সমস্যা হত না। কিন্তু কমিশন স্থানীয় নির্বাচনগুলিকে সেভাবে গুরুত্ব দেয় না বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, উচিত ছিল দিন ঘোষণার আগে পরীক্ষাসূচি দেখে নেওয়া। তবে তা হয়নি বলে পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্য সরকারই দিনক্ষণ সামান্য বদল করে দিল। এর আগে ২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। তা একদিনই বাড়ল। আর পরিবর্তিত পরীক্ষাসূচির কারণে পিছিয়ে গেল রাজ্য জয়েন্টও। ২৩ এপ্রিলের বদলে তা হবে ৩০ এপ্রিল। এ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, জয়েন্টে বসার আগে উচ্চমাধ্য়মিকের পরও কয়েকদিন সময় পাবেন। তাতে সুবিধা হবে পরীক্ষার্থীদের।
এর আগে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা JEE’র জন্য পিছিয়ে গিয়েছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা আবহের প্রায় ২ বছর পর পরীক্ষার হলে উচ্চমাধ্যমিকে বসতে চলেছেন পরীক্ষার্থীরা। তাতেও বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা। তবে বৃহস্পতিবার সম্ভবত চূড়ান্ত রুটিনই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।