এসএসসি গ্রুপ সি মামলায় বিস্ফোরক রিপোর্ট বাগ কমিটির। রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বউবাজারে মেট্রোপ্রকল্প বিভ্রাট নিয়ে জরুরি বৈঠক মেয়র ফিরহাদ হাকিমের। জেলে আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলেও শাস্তি নয় কুণাল ঘোষকে। টুইটারের সঙ্গে যাবতীয় চুক্তি স্থগিত এলন মাস্কের। এ বছর সময়ের আগেই দেশে ঢুকবে বর্ষা। জানাল আবহাওয়া দপ্তর। ব্যাডমিন্টনে ইতিহাস ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 12 মে 2022: বিশেষ বিশেষ খবর- নবম-দশমে শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের
আরও শুনুন: 11 মে 2022: বিশেষ বিশেষ খবর- স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই আইনি পদক্ষেপ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. এসএসসি গ্রুপ ‘সি’ নিয়োগ মামলায় রিপোর্ট পেশ বাগ কমিটির। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেয় বিচারপতি আর কে বাগের এই কমিটি। সেখানে দুর্নীতিতে অভিযুক্ত মোট এগারোজন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। চারজনের বিরুদ্ধে প্রয়োজনে করা যাবে এফআইআর। ছ’ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশও করেছে বাগ কমিটি। আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানান,প্যানেলের মেয়াদ শেষে হলেও মোট ৩৮১ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। নম্বর বাড়িয়ে এবং ওএমআর শিটে গন্ডগোল করে নিয়োগ করা হয়েছে তাঁদের। ৩৮১ জনের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। বাকিরা পাশ করেননি। উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহ এই নিয়োগের সুপারিশ করেন বলে দাবি রিপোর্টে। ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই রিপোর্ট পেশের পর এসএসসি নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় রাখল ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ মে মামলার রায় ঘোষণা করবে আদালত।
2. রাজ্যাপাল জগদীপ ধনখড়ের ডাকে সাড়া দিয়ে রাজভবনে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘক্ষণ কথাও হল রাজ্যপালের সঙ্গে। একটি ভিডিও টুইট করে সেকথা নিজেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত মাসে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন রাজ্যপাল। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় না বলে অসন্তোষও প্রকাশ করেন তিনি। তার পরে এই প্রথমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল। সেদিক থেকে দেখতে গেলে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। সূত্রের খবর, এ দিনের বৈঠকে রাজ্যের শিক্ষাব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে দু’জনের।
রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরেই রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসার ডাক দিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী ১৯ মে ওই বৈঠক হওয়ার কথা। যেখানে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সশরীরে উপস্থিতির কথা বলা হয়েছে। বৈঠকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা। এছাড়া কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়েও কথাবার্তা হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।