‘দল বা নেতানেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে না I-PAC’। টুইট পিকে’র সংস্থার। মমতাকে আনফলো করে ফের ফলো করল I-PAC। শনিবার জরুরি বৈঠক ডাকলেন মমতা। থাকবেন অভিষেক-সহ শীর্ষ নেতৃত্ব। গড়াপেটায় দোষী সাব্যস্ত টেবিল টেনিস কোচ সৌম্যদীপ রায়। ৬ মাস সাসপেন্ড টেবল টেনিস ফেডারেশনের কার্যকরী সমিতিও। আশা জাগাচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা। শিল্পীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. চিড় ধরেছিল আগেই। বাড়ছিল দূরত্ব। এবার কি তবে পাকাপাকি বিচ্ছেদ? তেমনই ইঙ্গিত মিলছে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার একাধিক পদক্ষেপে।
ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মপদ্ধতি নিয়ে দলের বর্ষীয়ান নেতাদের একটা বড় অংশই রুষ্ট। প্রয়োজনে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সিরা। জটিলতা বেড়েছে পুরভোটের তালিকা নিয়েও। বাংলা, ত্রিপুরা, মেঘালয়ে কাজ করবেন না জানিয়ে মমতাকে বার্তা পাঠান পিকে। সব মিলিয়ে আই-প্যাক তথা পিকে’র উপর অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও সিদ্ধান্ত হওয়ার আগেই শুক্রবার টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা বন্ধ করে পিকে’র সংস্থা। যদিও এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে I-PAC।
এদিকে তৃণমূলের তরুণ ব্রিগেডের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সমর্থন করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর পোস্ট সরিয়ে ফেলা হয়। চন্দ্রিমা দাবি করেন, যা ঘটেছিল তা তিনি নিজে করেননি। কারণ, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে ভোটকৌশলী সংস্থা আই-প্যাক। চন্দ্রিমার পোস্টের পরই পালটা টুইটে রাজ্যের মন্ত্রীর দাবি খারিজ প্রশান্ত কিশোরের সংস্থার। আই-প্যাকের তরফে টুইটে সাফ জানানো হয়, ওই সংস্থাটি তৃণমূল কিংবা রাজ্যের শাসকদলের কোনও নেতানেত্রীর সোশ্যাল মিডিয়া পেজ কিংবা অ্যাকাউন্ট হ্যান্ডেল করে না। যাঁরা এই দাবি করছেন তাঁরা হয় কিছু জানেন না কিংবা তা ডাহা মিথ্যা। তৃণমূলের তদন্ত করে দেখা উচিত কে বা কারা দল কিংবা নেতানেত্রীর সোশ্যাল মিডিয়ায় হস্তক্ষেপ করল।
পিকের সংস্থার সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে ক্রমশই তলানিতে ঠেকেছে তা কানাঘুষো শোনাও গিয়েছিল। দু’পক্ষের দূরত্ব যে আরও বেড়েছে তা চন্দ্রিমার দাবির পালটা জবাবি টুইটে প্রায় পুরোপুরি স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
2. দিন কয়েক ধরেই একাধিক বিষয় নিয়ে টানাপোড়েন চলছে দলের মধ্যে। শুক্রবার সোশ্যাল মিডিয়ার একাধিক ঘটনা সেই পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই পরিস্থিতিতে শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি। ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন দলনেত্রী। প্রয়োজনে সংগঠনে কিছু রদবদল আনা হতে পারে। বড় কোনও সিদ্ধান্তও নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই নানা গুঞ্জন চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।
রাজ্যের শাসকদলের অন্দরমহল নানা বিষয় নিয়ে টালমাটাল। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বর্ষীয়ান নেতৃত্ব। ফলে আই-প্যাক নিয়ে কোনও একটি সিদ্ধান্তের পথে এগোচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই পিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটারে ফলো-আনফলো পর্ব চলেছে। শুক্রবার আবার ‘এক ব্যক্তি এক পদ’ ইস্যুতে সোশ্যাল মিডিয়ার পাতা ভরে গিয়েছে। এই ধরনের পোস্ট তৃণমূল কোনওভাবেই সমর্থন করে না, তা সাফ জানিয়েছেন ফিরহাদ হাকিম।
এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই আবার রাজ্যের চার পুরনিগমের ভোট। ওইদিনই তৃণমূলের এই জরুরি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।