প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক তরুণ মজুমদার। বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা। নূপুর শর্মার গ্রেপ্তারির দাবিতে ফের সরব মুখ্যমন্ত্রী। দমকল বিভাগেও এবার বেনিয়মের অভিযোগ। সংকট বাড়ল উদ্ধবের। রাজ্যের করোনাগ্রাফ সামান্য নিম্নমুখী। ইংল্যান্ডের বিরুদ্ধে নজির ঋষভ পন্থের।
হেডলাইন:
আরও শুনুন: 2 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- পুরীর গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী-হামলা, ভাঙচুর ভোগ রান্নার ২০টি উনুন
বিস্তারিত খবর:
1. প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক তরুণ মজুমদার। শেষ হল ১৯ দিনের লড়াই। সোমবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। প্রবাদপ্রতিম এই পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া রাজ্য জুড়ে। শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকজ্ঞাপন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। শিল্পীর মৃত্যুতে শোক নেমেছে টলিপাড়াতেও। ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, গৌতম ঘোষ থেকে শুরু করে শোক জানিয়েছেন বহু গুণীজনেরাই। মৃত্যুর পর তাঁর দেহ নন্দন বা রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হোক, তা চাননি পরিচালক। তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে এনটিওয়ান স্টুডিওয় নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ। সেখান থেকে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে রেখেছিলেন পরিচালক। তরুণ মজুমদারের প্রয়াণে শেষ হল বাংলা সিনেমার রুপোলি জগতের এক সোনার অধ্যায়ের।
2. ফের বিঘ্নিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা। পাঞ্জাবের পর এবার বিজয়ওয়াড়া। সোমবার দুপুরে বিজয়ওয়াড়া বিমানবন্দরে আসার পথে তাঁর চপারের কাছে উড়ল একঝাঁক গ্যাস বেলুন। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে প্রধানমন্ত্রীর চপার রওনা দেওয়ার সময় কয়েকজন কংগ্রেস কর্মী কালো গ্যাস বেলুন হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। চপার ওড়ার পরই সেই গ্যাস বেলুন উড়িয়ে দেন তাঁরা। সেগুলি চপারের কাছাকাছি চলে আসে। ঘটনায় তিন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর। নিরাপত্তার প্রোটোকল ভেঙে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে চলছে তদন্ত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।