প্রশাসনের কাছে নানাভাবে অভিযোগ করেছেন, কিন্তু পাত্তা দেয়নি কেউ। তাই অভিযোগের মালা বানিয়ে সে মালা গলায় পরেই প্রতিবাদ জানালেন ব্যক্তি। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ অনেক। কিন্তু সেসব অভিযোগে কান দেবে কে! বারেবারে নানাভাবে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছুই। অবশেষে নালিশ জানানোর অভিনব উপায় বেছে নিলেন ব্যক্তি। সমস্ত অভিযোগের মালা বানিয়ে সে মালা গলায় পরে হাজির হলেন প্রশাসনিক দপ্তরে। প্রতিবাদের এহেন উপায় দেখে চমকে গিয়েছেন সকলেই।
আরও শুনুন:
সিবিআই তদন্তের পরও ৬৯০০ দুর্নীতি মামলার ফয়সলা বাকি, রিপোর্ট ভিজিলেন্স কমিশনের
এ ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের নিমুচ জেলায়। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মুকেশ প্রজাপতি। কাঙ্করিয়া গ্রামের বাসিন্দা তিনি। গ্রামের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছিলেন। অথচ ছ’বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপই করা হয়নি। তাই এবার অন্যভাবে নালিশ জানানোর পথে হেঁটেছেন ওই ব্যক্তি। জেলাশাসকের দপ্তরে যখন নিয়মমাফিক অভাব অভিযোগের কথা জানাচ্ছিলেন অঞ্চলের মানুষেরা, সেই সময়েই দেখা যায়, হামাগুড়ি দিয়ে দপ্তরে ঢুকছেন এক ব্যক্তি। তাঁর সারা গায়ে জড়ানো কাগজের মালা। তবে কয়েক ফুট লম্বা সেই মালায় ফুলের বদলে রয়েছে একাধিক নথি। ব্যক্তির দাবি, প্রশাসনিক দপ্তরে তিনি এ পর্যন্ত যা যা অভিযোগ জমা করেছিলেন, প্রতিটি নথিই আসলে সেইসব অভিযোগের প্রতিলিপি।
আরও শুনুন:
ধর্ষণের ফলে জন্ম, লড়াই করে নির্যাতিতা মাকে ন্যায়বিচার এনে দিলেন ছেলেই
ওই ব্যক্তিকে এ অবস্থায় দেখে অবাক হয়ে যান উপস্থিত সকলেই। কেউ কেউ এ দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সেই সূত্রেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। নিমুচের মহকুমাশাসক জানিয়েছেন, ওই ব্যক্তির অভিযোগের কথা শোনা হয়েছে। তা খতিয়ে দেখছে প্রশাসন। অভিযোগগুলির ভিত্তিতে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন, জানিয়েছেন খোদ জেলাশাসকও। যেমন করেই প্রতিবাদ করুন না কেন, এই পন্থায় শেষ পর্যন্ত তাঁর সমস্যার কথা জায়গামতো পৌঁছে দেওয়া গিয়েছে বলেই মনে করছেন ব্যক্তি।