মহিলা সংরক্ষণ বিল থেকে নয়া সংসদ ভবন, সবকিছুরই প্রচারের জন্য মোদি সরকারের হাতিয়ার সেই অভিনেত্রীরা। সাম্প্রতিক ঘটনায় অন্তত তেমনটাই মনে করছেন অনেকে। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
একই ফ্রেমে অভিনেত্রী ভূমি পেডনেকর, শেহনাজ গিল, ডলি সিং এবং শিবানী বেদি। আর তাঁদের নতুন সংসদ ভবন ঘুরিয়ে দেখাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই উঠে আসছে নানা প্রশ্ন। নেটিজেনদের একাংশের বক্তব্য, যে সংসদ ভবনে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি, সেখানে অভিনেত্রীদের আমন্ত্রণ জানানোর কারণ কী? তাহলে কি বলি তারকাদের ব্যবহার করেই নয়া সংসদ ভবন কিংবা মহিলা সংরক্ষণ বিলের মতো সাম্প্রতিক পদক্ষেপগুলির প্রচার সারতে চাইছে কেন্দ্র?
আরও শুনুন: মহিলা সংরক্ষণ বিলের জন্য সংবর্ধনা প্রধানমন্ত্রীকে, পালটা বিজেপি নেত্রীদের পা ছুঁলেন মোদি
সম্প্রতিই পুরনো সংসদ ভবন ছেড়ে নয়া সংসদ ভবনে প্রথমবারের জন্য অধিবেশনে বসেছেন সাংসদরা। আর লোকসভার সেই বিশেষ অধিবেশনে কার্যত বিনা বাধায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘদিন ধরে এই বিল নিয়ে কথা চালাচালি চললেও, মোদির আমলেই যে শেষ পর্যন্ত এই বিল পাশ হল, সেই কৃতিত্ব পুরোপুরিই দাবি করতে চাইছে বিজেপি সরকার। যা দেখে ওয়াকিবহাল মহলের একাংশের মত, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোট টানার লক্ষ্যেই এই বিল নিয়ে সরব বিজেপি। আর এই ঐতিহাসিক বিল পেশের দিনেই বলিউডের একঝাঁক তারকা অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির তরফে। কঙ্গনা রানাউত থেকে ভূমি পেডনেকর, তামান্না ভাটিয়া থেকে দিব্যা দত্ত, রুপোলি পর্দার একাধিক চেনা মুখকেই দেখা যায় সেই আমন্ত্রিতের তালিকায়। প্রত্যাশিতভাবেই, সংসদ ভবনের বাইরে তাঁদের ঘিরে ধরেন সাংবাদিকেরা। আর সেখানেই এই বিল পেশ করার জন্য মোদি সরকারকে অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীরা। বরাবরই বিজেপি-ঘেঁষা বলে পরিচিত কঙ্গনা রানাউত যেমন সাফ বলছেন, “এই সংসদ ভবন অমৃতকালের প্রতীক। যে কোনও বিষয় নিয়ে কথা না বলে বিজেপি যে নারীশক্তির উত্থান নিয়ে কথা বলছে, তা থেকেই তাদের দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। বোঝা যায়, আমাদের দেশ সঠিক নেতার হাতেই রয়েছে।” ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ কর্মসূচির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন দিব্যা দত্ত। তামান্না ভাটিয়ার আবার মত, সাধারণ মানুষকে রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত করবে এই বিল।
আরও শুনুন: মুসলিম সাংসদকে ধর্ম তুলে কটূক্তি, বিতর্কে জড়িয়েছেন আগেও… কে এই রমেশ বিধুরি?
তবে তারকারা মোদি সরকারকে যতই প্রশংসায় ভরিয়ে দিন না কেন, তাঁদের এইভাবে সংসদ ভবনে আমন্ত্রণ জানানোর পিছনে বিজেপির বিশেষ অভিসন্ধিই খুঁজছেন অনেকে। ইতিমধ্যেই ডিএমকে নেতা উদয়নিধি ফের সনাতন ধর্মের প্রসঙ্গ টেনে এই ইস্যুতে বিঁধেছেন শাসক দলকে। তাঁর বক্তব্য, দলিত বলেই নয়া সংসদ ভবনে ডাক পাননি খোদ রাষ্ট্রপতি। সনাতন ধর্ম এই অসাম্যকে জিইয়ে রেখেছে বলে ফের তোপ দেগেছেন তিনি। এদিকে সামনেই মুক্তি পাচ্ছে ভূমি-শেহনাজদের ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। তারকাদের সংসদ ভবনে আসার ছবি পোস্ট করে সিনেমাটির নামের ইঙ্গিত দিয়েছেন খোদ অনুরাগ ঠাকুর। যা দেখে শিব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর তোপ, সংসদকে সিনেমার প্রোমোশনের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলছে বিজেপি। এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে অভিনেতা বলে কটাক্ষও ছুড়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। সব মিলিয়ে নতুন সংসদ ভবন ঘিরে উসকে উঠেছে নয়া বিতর্ক।
#WATCH | Delhi | Cast of the film ‘Thank You for Coming’ – Bhumi Pednekar, Shehnaaz Gill, Dolly Singh and Shibani Bedi visit the new Parliament building. pic.twitter.com/LUXjdRueA8
— ANI (@ANI) September 20, 2023