মডেলরা নানারকম পোজে ধরা দেবেন, এতে আর আশ্চর্যের কী আছে! তবে, এবার এক মডেল যেভাবে প্রকাশ্যে এলেন, তা ভাবনার অতীত। কেননা তাঁর সাজ ছিল চমকে দেওয়ার মতো। মরণাপন্ন কোভিড রোগীর সাজে ধরা দিলেন তিনি। আর তা নিয়ে দেখা দিল বিতর্ক।
সামনেই হ্যালোইন। এই সময়টা মডেলরা নানারকম সাজে ধরা দিয়ে তাঁদের ফ্যানদের চমকে দেন। সে তো খুব স্বাভাবিক ঘটনা। তবে সেই কাজ করতে গিয়ে এবার এক মডেল যা করলেন, তা উসকে দিল বিতর্ক। দিয়া ক্যাভেলেইরো নামে ওই মডেল সামনে এসেছেন কোভিড রোগীর সাজে। তাও যেমন তেমন নয়, মরণাপন্ন রোগীর সাজে দেখা গেল তাঁকে।
আরও শুনুন: সঙ্গমেও সাম্যের ডাক… এবার ইউনিসেক্স কন্ডোম বানালেন চিকিৎসক
বিতর্কটা জমেছে কী নিয়ে? অনেকেই মডেলের সাজ দেখে রেগে গিয়েছেন। কেননা মডেল দাঁড়িয়েছেন বেশ লাস্যময়ী ভঙ্গিতেই। শরীরে আঁটসাট পোশাক। এমনই সে পোশাকের বাহার যে মহিলার শরীরের অনেকটাই দৃশ্যমান। এমনকী স্তনের অংশও দেখা যাচ্ছে। অথচ তাঁর মুখে লাগানো অক্সিজেনের মাস্ক। প্রত্যাশিত ভাবেই প্রশ্ন উঠেছে, একজন কোভিড রোগীর যে কষ্ট, যন্ত্রণা, তা কি মডেল মাথায় রেখেছেন! নাকি স্রেফ নিজের প্রচারের জন্যই এমন সাজ সেজেছেন।
উলটোদিকে মডেলের বক্তব্য, তাঁর এই সাজ কোভিড রোগীর সচেতনতা নিয়ে। কোভিডকালে বহু রোগী যন্ত্রণা সয়ে মারা গিয়েছেন। হ্যালোইনের সাজে তাঁদের প্রতিই শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সেইজন্যই তাঁর মুখে দেখা গিয়েছে মাস্ক। কোভিড খানিকটা নিয়ন্ত্রণে এলেও, এখনও পুরোরি যায়নি। তাই বিপদটা রয়েই আছে। এই সাজের মাধ্যমে সেই কথাটিই মনে করিয়ে দিতে চেয়েছেন বলে দাবি মডেলের।
আরও শুনুন: পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য কত? যৌনতা নিয়ে গবেষণায় অবশেষে মিলল উত্তর
কিন্তু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই নানারকম বিরূপ মন্তব্য ভেসে আসতে থাকে। যা দেখে মডেল বলছেন, কোনোভাবে কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না তাঁর। বরং উৎসবের দিনেও যাতে বিপদের কথা কেউ না ভুলে যান আর ভ্যাকসিনের কথা মাথায় রাখেন, সে কথা ভেবেই তাঁর এই সাজ।
মডেল যা-ই বলুন না কেন, এহেন সাজ যে গোটা বিশ্বকেই চমকে দিয়েছে, তা এ নিয়ে চর্চাতেই বোঝা যাচ্ছে।