জাতীয় সঙ্গীত চালিয়ে উদ্দাম নাচ এক যুবকের। তাঁকে সঙ্গ দিচ্ছেন আরও দুজন। সম্প্রতি ভাইরাল এমনই এক ঘটনার ভিডিও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। যার জেরে পদক্ষেপও করেছে প্রশাসন। জাতীয় সংগীত অবমাননার অভিযোগে ইতিমধ্যেই ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। কোথায় ঘটেছে এমন কাণ্ড? আসুন শুনে নিই।
জাতীয় সঙ্গীতের সম্মান করা আমাদের কর্তব্য। কিন্তু সেসবের তোয়াক্কা না করে জাতীয় সঙ্গীত চালিয়ে উদ্দাম নাচতে দেখা গেল এক যুবককে। পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ দিয়েছেন আরও দুজন। এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওটি নজরে আসতেই যুবকদের শনাক্ত করে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
আরও শুনুন: ২৮ বছরের বিধবা পুত্রবধূকে বিয়ে ৭০ বছরের বৃদ্ধ শ্বশুরের, জানাজানি হতেই ছড়াল চাঞ্চল্য
ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাট শহরের। সেখানকার ৩ যুবকের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তি একটি ভাইরাল ভিডিও। ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে, এক যুবক স্যালুট করার ভঙ্গিতে দাঁড়িয়ে। সেই সময় যে জাতীয় সঙ্গীত বাজছে, তা-ও ভিডিওতে স্পষ্ট। মাত্র কয়েক সেকেন্ড সেই ভাবে দাঁড়ানোর পরই হঠাৎ নাচতে শুরু করেন ওই যুবক। ভিডিওতে তখন জাতীয় সঙ্গীতের শেষ অংশ শোনা যাচ্ছে। গানের কথার সঙ্গে তাল মিলিয়ে মুখ বিকৃত করে নাচতে দেখা যায় যুবকটিকে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে যুবকের পাশে এসে দাঁড়ান আরও একজন। এমনকি যিনি ভিডিওটা করছিলেন, তাঁর হাসির শব্দও এই সময় ভিডিওতে ধরা পড়ে। ভিডিওতে দেখতে পাওয়া দুজনের মুখভঙ্গি দেখে একথা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে, তিন যুবক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই জাতীয় সঙ্গীতের অবমাননা করছেন। এমনটাই মনে করছেন নেটিজেনরা। স্বাভাবিক ভাবেই এমন ভিডিও প্রকাশ্যে আসায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। ভিডিওটি নজরে আসে মিরাট পুলিশেরও। কিছুক্ষণের মধ্যেই তাঁরা ওই যুবক ও তাঁর সঙ্গীদের শনাক্ত করে ফেলেন। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম রাহুল। এবং ভিডিওর শেষে যাঁকে হাসতে দেখা গিয়েছিল, সেই যুবকের নাম আদনান। তিন জনের বিরুদ্ধেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে ইতিমধ্যেই আদনানকে আটক করেছে পুলিশ। তবে যে যুবককে নাচতে দেখা গিয়েছিল, সেই রাহুল এখনও পলাতক বলেই পুলিশ সূত্রে খবর।
আরও শুনুন: ‘সরকারি চাকুরে পাত্রী চাই’, বিয়ের জন্য পোস্টার হাতে রাস্তায় ধরনা ব্যক্তির
ঘটনাটির কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন সভাপতি শচীন সিরোহি। তাঁর দাবি, তিন যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হোক। একইসঙ্গে পলাতক রাহুলের দ্রুত গ্রেপ্তারির দাবি নিয়ে সরব হয়েছেন তিনি। অন্যদিকে নেটিজেনরাও নিজেদের মতো করে এই ঘটনার নিন্দাই করেছেন।
राष्ट्रगान का अपमान कर प्रफुल्लित होने वाले मेरठ के अदनान,यूपी पुलिस की हिरासत में हैं pic.twitter.com/AhpEppL6dd
— Anamika Jain Amber (@anamikamber) January 27, 2023