পরনে পুরোদস্তুর সেনার পোশাক। বুকের উপর লাগানো বেশ কয়েকটি পদক। এমন এক ব্যক্তি স্যালুট করছেন রাহুল গান্ধীকে। ভারত জোড়ো যাত্রা চলাকালীন এমন ছবি প্রকাশ পেতেই শুরু হয়েছে জোর চর্চা। কে ওই ব্যক্তি? সেনার পোশাক পরে তিনি কেনই বা স্যালুট করছেন রাহুল গান্ধীকে? আসুন শুনে নিই।
ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন অধ্যায় হয়ে উঠেছে রাহুল গান্ধীর ভারত-জোড়ো-যাত্রা। তবে প্রথম থেকেই এই যাত্রার সঙ্গে জড়িয়েছে বিভিন্ন বিতর্ক। এবার সেই বিতর্কের পারদ আরও উসকে দিল একটি ছবি। যা ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।
আরও শুনুন: বোরখা পরে কলেজে ঢুকতে বাধা মুসলিম ছাত্রীদের, উঠল বোরখাকেও ‘ইউনিফর্ম’ করার দাবি
আপাতদৃষ্টিতে এই ছবিতে অস্বাভাবিক কিছু নেই। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি রাহুল গান্ধীকে সম্মান জানিয়ে স্যালুট করছেন। প্রত্যুত্তরে একইভাবে সম্মান জানাচ্ছেন রাহুলও। কিন্তু ছবিটিকে বিতর্কিত করে তুলেছে ওই ব্যক্তির পরনে থাকা পোশাক। ছবিতে দেখতে পাওয়া ভদ্রলোকের পরনে রয়েছে পুরোদস্তুর সেনার পোশাক। জওয়ানদের মতো তাঁর পোশাকেও লাগানো রয়েছে নামের ব্যাজ। একইসঙ্গে আটকানো রয়েছে বেশ কয়েকটি পদক। সাধারণত বিশেষ কোনও কৃতিত্ব অর্জন করলে এমন পদক দেওয়া হয় জওয়ানদের। তবে নিয়ম অনুযায়ী এই নির্দিষ্ট পোশাক পরে কোনও রাজনৈতিক সভায় যেতে পারেন না সেনা আধিকারিকরা। তাই এই ব্যক্তি কীভাবে সেনার পোশাক পরে রাহুলের সামনে এলেন, সেই প্রশ্নই উঠেছিল নেটিজেনদের মধ্যে। কিন্তু তাঁদের সাক্ষাৎ যে ভারত জোড়ো যাত্রার মাঝে হয়েছে, সেকথা জানার পর আরও চড়েছে বিতর্কের পারদ।
আরও শুনুন: দল বদল করা বিধায়কদের ‘যৌনকর্মী’-র সঙ্গে তুলনা, বিতর্ক উসকে মন্তব্য কংগ্রেস নেতার
জানা গিয়েছে, জিতেন্দ্র সিং নামে ওই ব্যক্তি সেনা বিভাগের এক প্রাক্তন অফিসার। কর্মজীবনে বিভিন্ন কৃতিত্বের দরুন তাঁর পোশাকে প্রদর্শিত মেডেলগুলি অর্জন করেছেন তিনি। কিন্তু সেই পোশাক পরে তিনি কেন রাহুলকে স্যালুট করেছেন, সেই প্রশ্ন বারবার উঠেছে নেট্মহলে। যদিও বিষয়টিতে কোনও বিতর্ক খুঁজে পাননি কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তিনিও একাকালে সেনা বিভাগের কর্মী ছিলেন। তাঁর মতে যেখানে দেশের প্রশাসনিক প্রধানও নিয়মের তোয়াক্কা করেন না, সেখানের নিয়মের দোহাই দেওয়া যায় না। তাই রাহুলকে স্যালুট জানিয়ে কোনও অপরাধ করেননি ওই প্রাক্তন সেনা আধিকারিক, এমনটাই মনে করেছেন ওই নেতা।