মন্দির প্রাঙ্গণে রাখা একটি পাথরের হাতির মূর্তি। প্রচলিত বিশ্বাস, সেই মূর্তির নিচ দিয়ে অর্থাৎ মূর্তি হাতির পায়ের ফাঁক দিয়ে ভক্ত যদি এ-পাশ থেকে ও-পাশ যেতে পারেন, তাহলেই পূরণ হবে মনের ইচ্ছা। প্রতিদিন সেই কাজ করতে মন্দিরে হাজির হন হাজার হাজার ভক্ত। কিন্তু সেই পাথরের মূর্তির নিচ দিয়ে যাওয়ার সময় বেকায়দায় আটকে পড়লেন এক ব্যক্তি। আর সেই ঘটনার ভিডিও নিমেষেই ভাইরাল নেটদুনিয়ায়। আসুন, শুনে নেওয়া যাক।
ভগবানের জন্য ‘কষ্ট’ সহ্য করতে পারলেই পূরণ হবে মনের ইচ্ছা। এমনই ধারণা প্রচলিত রয়েছে ভারতের বহু মন্দিরে। দেশের অধিকাংশ মন্দিরেই তাই নিজেদের ‘কষ্ট’-এর বিনিময়েই ‘কেষ্ট’ পেতে চান ভক্তরা। কিন্তু এক ব্যক্তির ক্ষেত্রে ঘটল বেজায় বিপদ। ছোট্ট হাতির মূর্তির তলায় মাথা ঢুকিয়ে বেকায়দায় আটকে গেলেন তিনি।
আরও শুনুন: ঠোঁটে ঠোঁট রেখে রেকর্ড, ৫৮ ঘণ্টার দীর্ঘতম চুম্বনে গিনেস বুকে নাম দম্পতির
গুজরাটের মন্দিরটিতে এক রীতির প্রচলন বহুদিনের। মন্দির প্রাঙ্গণে রয়েছে হাতির পাথরের মূর্তি। সেটির উচ্চতা একেবারেই বেশি নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই হাতির মূর্তিটির পায়ের নিচ দিয়ে যদি কেউ যেতে পারে তাহলেই পূরণ হবে মনের ইচ্ছা। অনেকেই নাকি এই কাজ করে হাতেনাতে ফল পেয়েছেন। তাই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমান এই কাজটি করতে। রীতিমতো ফুল ও সিঁদুর দিয়ে সেই পাথরের হাতির মূর্তিটিকে পুজোও করেন তাঁরা।
একই বিশ্বাস নিয়ে মন্দিরে হাজির হয়েছিলেন এক ব্যক্তি। অন্যদের মতো তিনিও নিজের মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্য নিয়ে হাতির মূর্তিটির পায়ের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাধারণত মূর্তিটির যা উচ্চতা, তাতে এই কাজটি করতে হলে মাটিতে শুয়ে পড়ে চেষ্টা করতে হবে ভক্তকে। এই ব্যক্তিও তেমনটাই করেছিলেন। কিন্তু মাথা আর দুটি হাত বার করতে পারলেও বেকায়দায় ফেঁসে যায় তাঁর শরীরের বাকি অংশ। অনেক চেষ্টা করেও কিছুতেই সেখান থেকে মুক্ত হতে পারেননি তিনি। তাঁর এহেন অসহায়তা দেখেই ছুটে আসেন আশেপাশে দাঁড়িয়ে থাকা ভক্তরা। এগিয়ে আসেন পূজারীরাও। তাঁদেরই একজন ঘটনাটির একটি ভিডিও ক্যামেবন্দি করেন। সেই ভিডিও নেট্মাধ্যমে প্রকাশ পেতেই যথারীতি ভাইরাল হয়ে যায়।
আরও শুনুন: হাত ফসকে খাবার পড়ল মেট্রোয়, নিজে হাতে পরিষ্কার করে প্রশংসা কুড়োল খুদে
যদিও এক্ষেত্রে সহানুভূতির বদলে হাসির ফোয়ারা দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই এই ঘটনা দেখে ‘অতিভক্তি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’ বলে কটাক্ষ করেছেন। অনেকে আবার বলেছেন এই ব্যক্তি ফিজিক্যালি ফিট নন। যদিও শেষপর্যন্ত ওই ব্যক্তি মূর্তির নিচ থেকে বেরোতে পেরেছিলেন কি না জানা যায়নি। তবে ভক্তির জোয়ারে ভেসে বেকায়দায় আটকে পড়া এই ব্যক্তিকে নিয়ে মশকরায় খামতি রাখেনি নেটপাড়া।
Any kind of excessive bhakti is injurious to health 😮 pic.twitter.com/mqQ7IQwcij
— ηᎥ†Ꭵղ (@nkk_123) December 4, 2022