কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই-বোন! প্রচলিত প্রবাদ, তবে এবার আর হয়তো এমনটা বলা যাবে না। সৌজন্যে প্রশাসন। ঠিক কী ব্যবস্থা করা হচ্ছে? আসুন শুনে নেওয়া যাক।
মেলা মানে ভারী মজা! তা সে কুম্ভমেলা হোক বা রথের মেলা। কিন্তু মেলায় যদি প্রিয়জন হারিয়ে যান? তাহলে ভালোর বদলে মন্দটুকুই মনে থাকবে সকলের। আর এই অভিজ্ঞতা হয়েছে এমন মানুষের সংখ্যাও নেহাতই কম নয়। ছোটবেলায় কুম্ভমেলায় সাধের ভাই বা বোনকে হারিয়েছেন, এমন গল্পও দেশের আনাচে কানাচে শোনা যায়। কিন্তু আর না, এবারের কুম্ভমেলা ব্যতিক্রম হয়ে থেকে যাবে, এমনটাই দাবি প্রশাসনের।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শুরু হচ্ছে মহাকুম্ভ। দলে দলে প্রয়াগে ভিড় জমাচ্ছেন ভক্তরা। প্রশাসনের কড়া নজরদারিতে চলছে মেলার প্রস্তুতি। রয়েছে হাজার হাজার পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন। তবে স্রেফ এইটুকু যথেষ্ট নয়। তাই মেলা থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা। AI দিয়েও চালানো হবে নজরদারী। স্বাভাবিক ভাবেই সেই ব্যবস্থা এতটা মজবুত হবে যে ভুলের অবকাশ নেই। আর তাতেই মনে করা হচ্ছে, কোনও পরিবারের কোনও সদস্য হারিয়ে যাওয়া সম্ভব নয়। আসলে, কুম্ভমেলায় পরিবারের সদস্য হারানো বিষয়টা এতটাই বাড়াবাড়ি পর্যায় পৌঁছে গিয়েছিল যে অনেকের কাছেই এই মেলা ত্রাস হিসেবে পরিচিত হয়। এতদিন হাজার চেষ্টা করেও কোনও সমাধান সূত্র মেলেনি। প্রতিবার একাধিক পরিবার তাদের কোনও না কোনও সদস্যকে চিরতরে হারিয়ে বাড়ি ফিরতেন। অনেক সময় এমনটাও দেখা যেত, কুম্ভে হারিয়ে যাওয়া পরিবারের সেই সদস্যটি পুনরায় ফিরে এসেছেন। সেই নিয়ে খবর অবধি হত। সবমিলিয়ে বিষয়টা অন্যতম চর্চার মধ্যে থাকত। তবে এবার সেই চর্চা হয়তো চিরতরে বন্ধ হচ্ছে। সৌজন্যে, কৃত্রিম বুদ্ধিমত্তা।
কিন্তু ঠিক কীভাবে চলবে নজরদারী?
জানা যাচ্ছে, মেলা প্রাঙ্গণে মোট ১৫০০ সিসিটিভি লাগানো হবে। সেই ফুটেজ দেখানো হবে বড় জায়ান্ট স্ক্রিনে। কেউ হারিয়ে গেলেও ওই স্ক্রিনেই বারবার দেখানো হবে, ঘোষণা চলবে সারাক্ষণ। তাতেই পরিবারের তরফে হারিয়ে যাওয়া সদস্যকে খুঁজে নেওয়া সহজ হবে। আর যেহেতু সবটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচলায়, তাই সমস্যার সম্ভাবনা কম। এছাড়া মেলায় আগত ভক্তদের নথি থাকবে কর্তৃপক্ষের কাছে। সেই অনুযায়ী মিলিয়ে দেখা হবে সবাই ঠিকমতো মেলায় রয়েছেন কি না। এছাড়া থাকছে ড্রোন। তাই কেউ হারিয়ে গেলে ঠিক খুঁজে পাবে বলেই আশাবাদী কুম্ভ মেলা কর্তৃপক্ষ।