আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের হয়ে আদালতে সওয়াল করবেন আইনজীবী কবিতা সরকার। জানা গিয়েছে, আদালতের তরফেই মামলায় সঞ্জয়ের হয়ে লড়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এ বিষয়ে কী বলছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি নির্দেশে শিয়ালদহ কোর্ট ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে রায় দিয়েছে। আর সেখানেই সঞ্জয়ের আইনজীবী হিসেবে নিযুক্ত হন কবিতা সরকার।
:আরও শুনুন:
আর জি কর কাণ্ডে শাস্তির দাবিতে বাড়ছে ঝাঁঝ, ধর্ষণের জন্য কোন দেশে কী সাজা বরাদ্দ?
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। মামলার শুনানিতে বারবারই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। রাজ্যের তরফে উত্তর দেওয়া হলেও, সেইসব যুক্তিতে সন্তুষ্ট হননি সুপ্রিম বিচারপতিরা। বরং তাঁদের মন্তব্যে স্পষ্ট হয়েছে, গোটা বিষয়টি নিয়ে তাঁরা রীতিমতো ক্ষুব্ধ। আদালতের নির্দেশেই ঘটনার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। ইতিমধ্যে শীর্ষ আদালতে তদন্তের স্টাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল।এরপর মোট ৬ জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি চান তদন্তকারীরা। আদালত সেই আবেদনও মঞ্জুর করে। তালিকায় প্রথমেই ছিল ধৃত সঞ্জয় রায়ের নাম। অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে রায় দেওয়ার কথা ছিল শিয়ালদহ কোর্টের। সেখানে তার পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হন কবিতা সরকার। গণতন্ত্রের নিয়ম অনুযায়ী এ দেশে সবারই আইনি অধিকার রয়েছে। অভিযুক্তও নিজের জন্য আইনজীবী নিয়োগ করতে পারেন। তবে বর্তমান পরিস্থিতে দাঁড়িয়ে ধৃত সঞ্জয়ের হয়ে সওয়াল করতে রাজি ছিলেন না কেউই। শেষমেশ দায়িত্ব নেন আইনজীবী কবিতা সরকার। বছর ৫২ এর এই আইনজীবীর দাবি, তিনিও নির্যাতিতার বিচার চান, তবে সবটাই হোক আইনের পথে। আদালত যা রায় দেবে সেটাই চূড়ান্ত বলে ধরা হোক, তার আগে অন্য কারও বিচার মানতে রাজি নন বলেই সাফ জানিয়েছেন কবিতা।
:আরও শুনুন:
প্রতিবাদে ডিপি কালো করার ধুম, কীভাবে শুরু হয়েছিল বিক্ষোভের এই ধরন?
বলাই বাহুল্য, এই মুহূর্তে আর জি করের ঘটনাকে সামনে রেখে একইভাবে উত্তাল নেটদুনিয়া। অনেকেই নিজেদের মতো করে ঘটনার ব্যাখ্যা করছেন। কেউ কেউ আদালতের রায়দানের আগেই সঞ্জয় রায় কিংবা সন্দীপ ঘোষের চরমতম শাস্তির দাবি তুলছেন। তবে সংবিধানের নিয়ম বলে, কোনও বিচারাধীন বিষয় নিয়ে এই ধরনের মন্তব্য করা যায় না। এও এক ধরনের অপরাধ। তাই আইনের পথে বিচারের কথা বলেছেন আইনজীবী কবিতা সরকার। আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিও তুলছেন অনেকেই। তবে কবিতা জানিয়েছে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট সমর্থন করেন না। তবে কেউ আইনের উর্ধ্বে নয়। সঠিক বিচার পাওয়ার অধিকার রয়েছে সকলের। সে কারণেই সঞ্জয়ের হয়ে কেস লড়বেন তিনি। ওকালতি তাঁর পেশা। দীর্ঘ ২৫ বছর এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে এই মামলাকেই জীবনের কঠিন কেস হিসেবে দেখছেন, এমনটাও অকপটে স্বীকার করেছেন আইনজীবী কবিতা সরকার।