আধার কার্ডে আপডেট করতে হবে মোবাইল ফোনের নম্বর! এবার এই কাজ সেরে ফেলতে পারবেন বাড়িতে বসেই। শুনে নিন প্লে-বাটনে ক্লিক করে।
যে কোনও সরকারি সুবিধা বা গুরুত্বপূর্ণ কাজ করতে হলে আপনার অন্যতম প্রয়োজনীয় পরিচয়পত্র হিসাবে গণ্য হয়, আধার কার্ড। শুধু কাজের জায়গাতেই নয়, ঘুরতে গেলেও প্রয়োজন আধার কার্ডের। আধার কার্ডে ফোন নম্বর থাকা বাধ্যতামূলক। কিন্তু এখনও অনেকেরই আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর আপডেট করা নেই। অনেকেই আবার ফোন নম্বর বদল করেন। সেই নম্বর আবার আধার কার্ডে আপডেট করতে হয়। এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ কাজটা করতে ছুটতে হয় আধার এনরোলমেন্ট সেন্টারে। অফিসের কাজের সময়ের থেকে সময় বের করে যাওয়া, লাইনে দাঁড়িয়ে আধার কার্ডে ফোন নম্বর আপডেট করা বেশ সময়সাপেক্ষ।
আরও শুনুন: App খুললেই পর্নের আসর! Raj Kundra ইস্যুতে সামনে এল বিস্ফোরক তথ্য
এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। আগামী দিনে আধার কার্ডে ফোন নম্বর আপডেট করতে আর এনরোলমেন্ট সেন্টারে যাওয়ার দরকার নেই। কারণ এবার বাড়ি বসেই আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর আপডেট করা যাবে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার বেশ কিছু সুবিধা রয়েছে। আপনি যদি কোনও সরকারি স্কিম পেতে চান তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতেই হবে। এছাড়া, আধার কার্ডে কোনও কিছু আপডেট করতে হলে মোবাইলে নম্বরে আসা ওটিপি দিয়ে সহজেই তা করা সম্ভব।
বাড়িতে বসে কীভাবে করবেন এই কাজ?
জেনে নিন, প্লে-বাটনে ক্লিক করে।