কদিন আগেই আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ, বজরং দলের সমর্থকদের সঙ্গে তালিবানের তুলনা করেছিলেন জাভেদ আখতার। ভোলবদলে এবার বললেন, হিন্দুরা শোভনীয়, সহলনশীল, ভারত কোনওদিন আফগানিস্তান হবে না। তবু, ছাই চাপা বিতর্কের আগুন কিন্তু ধিকধিক করছে।
একেই কী বলে একশো আশি ডিগ্রি বাক? বিতর্ক এড়াতেই কি আখতারি ভোলবদল? না-কি চাপে পড়ে সাফাই গাইলেন জাভেদ সাহাব? তিনি হিন্দি ছবির কিংবদন্তি চিত্রনাট্যকার ও গীতিকার। কবিও বটে। তাঁর কথার গুরুত্ব যথেষ্ট, বলা বাহুল্য। সেই তিনি সম্প্রতি ধর্মীয় উগ্রতা প্রসঙ্গে আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ, বজরং দলের সঙ্গে তালিবানের তুলনা করেছিলেন, এবার বললেন, হিন্দুরা সহনশীল, ভারত কোনওদিন আফগানিস্তান হবে না। তবু, তাঁকে নিয়ে শুরু হওয়া বিতর্কের আগুন এখনই নিভছে না? কেন? কী এমন বলেছিলেন জাভেদ আখতার?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাভেদ বলেন, ঠিক যেমন তালিবানরা ইসলামিক রাষ্ট্র চায়, তেমনই দেশের কিছু মানুষ হিন্দুরাষ্ট্র চান। এই ধরনের মানুষ মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু যা-ই হোন, মানসিকতার দিক থেকে সমান। জাভেদ আরও বলেন, তালিবানরা বর্বর ঠিকই। কিন্তু আরএসএস, ভিএইচপি, বজরঙ দলকে যারা সমর্থন করে তারাও একই গোত্রের লোক।
আরও শুনুন: বোরখা ছুঁড়ে ফেলে রঙিন পোশাকে উজ্জ্বল, তালিবানের চোখে চোখ রেখে প্রতিবাদে আফগান মহিলারা
জাভেদ আখতারের এই বক্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। এর পরই শিবসেনার মুখপত্র ‘সামনা’তে একটি সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে ভারত বিখ্যাত গীতিকারের সমালোচনা করা হয়। আরএসএস, ভিএইচপি-র সমর্থকদের সঙ্গে তালিবানের তুলনা করা হিন্দু সংস্কৃতির জন্য অমর্যাদাকর বলে উল্লেখ করা হয়। এই সমালোচনার পরেই সাফাই দিতে ময়দানে নামেন জাভেদ। ‘সামনা’য় প্রবন্ধ লিখে জবাব দিলেন তিনি। সেখানে কী লিখেছেন গীতিকার?
আরও শুনুন: তালিবানদের জয়ে কেন উল্লাস! ভারতীয় মুসলিমদের কটাক্ষ করলেন Naseeruddin Shah
তাঁকে যে তাঁর বক্তব্যের কারণে কটু কথা শুনতে হচ্ছে, সেই কারণে তিনি প্রবন্ধের মাধ্যমে জবাব দিচ্ছেন, শুরুতে সে কথা উল্লেখ করেন। এর পর লেখেন, আমি সাক্ষাৎকারে বলেছি বেশিরভাগ হিন্দু শোভনীয় ও সহনশীল, গোটা পৃথিবীতে। আমি এটাও বার বার বলেছিলাম, ভারত কখনও আফগানিস্তান হবে না। কারণ ভারতবাসী প্রকৃতিগতভাবে মৌলবাদী মানসিকতার নন। তাঁদের ডিএনএ-র মধ্যে ভারসাম্য বজায় রাখার গুণ রয়েছে।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।