পুজোয় ক্লাবগুলিকে অনুদান দিতে আর বাধা নেই রাজ্যের। আমজনতার সুরক্ষা নিশ্চিত করতে তৎপর লালবাজার। ১৮ হাজার কোটি টাকায় বিক্রি হল এয়ার ইন্ডিয়া। আপাতত জেলেই ঠাঁই শাহরুখপুত্রের।
হেডলাইন:
আরও শুনুন: 7 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- অঞ্জলি দিতে লাগবে টিকার জোড়া ডোজ, নির্দেশ আদালতের
আরও শুনুন: 6 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- পুজোর তিনদিন মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো, বদল শুরুর সময়ে
বিস্তারিত খবর:
1. পুজোর অনুদান মামলায় মিলল কলকাতা হাই কোর্টের সবুজ সংকেত। কীভাবে টাকা খরচ করবে ক্লাবগুলি, রাজ্য সরকারকে সেই সংক্রান্ত নির্দেশিকা জারির নির্দেশ হাই কোর্টের। সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা জারি না করলে গত বছরের নির্দেশিকা অনুযায়ী অনুদান ব্যয় করতে পারবে ক্লাব কর্তৃপক্ষ। সে সংক্রান্ত রিপোর্টও জমা দিতে হবে হাই কোর্টে।
পুজোর আগেই ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের মোট ৪০ হাজার ৩৮২টি পুজোকে অনুদানের জন্য ২০১.৯১ কোটি টাকার বিজ্ঞপ্তি জারি হয়েছে। তারই বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। কোভিড পরিস্থিতিতে কেন ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে, শুক্রবার মামলার শুনানিতে এই প্রশ্ন তোলে হাই কোর্ট। জবাবে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ক্লাবগুলি যে কোনও সময়েই জনগণের পাশে দাঁড়ায়। করোনা পরিস্থিতিতেও সাধারণ মানুষের পাশে ছিল তারা। জনকল্যাণমূলক কাজে ক্লাবগুলিকে সাহায্য করার জন্যই তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত। এরপরই অনুদান মামলায় সবুজ সংকেত দেয় হাই কোর্ট।
2. করোনা আবহে দুর্গাপুজোয় যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালাচ্ছে লালবাজার। এবছর কলকাতার প্রত্যেকটি পুজো মণ্ডপে মোতায়েন থাকছে পুলিশ। লালবাজারের নির্দেশ, প্রত্যেকটি পুজো মণ্ডপে ডিউটিতে থাকবেন অন্তত দু’জন করে পুলিশকর্মী। কলকাতার ২ হাজার ৭০১টি মণ্ডপে মোতায়েন থাকছেন ২ হাজার ৫৪৫ জন অফিসার ও ১২ হাজার ৯৪৭ জন পুলিশকর্মী। পুজোর দিনগুলিতে রাস্তায় নামবেন প্রায় ২০ হাজার পুলিশ। যানজট এড়ানোর জন্য ট্রাফিক পুলিশ ও প্রত্যেকটি থানাকে গাড়ি পার্কিং নিয়ে কড়া নির্দেশ দিলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কড়া নজর থাকবে শহরের হোটেল ও রেস্তরাঁর উপরও। বড় পুজো মণ্ডপগুলির আশপাশে ভিড় ও ট্রাফিক নিয়ন্ত্রণে স্কেচ তৈরি করবে পুলিশ। ভিড়ের মধ্যে কোনও বস্তু ঘিরে আতঙ্ক হলে যাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে, সেই ব্যাপারেও নজর দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গায় যেহেতু নাশকতার ঘটনা ঘটেছে, তাই পুলিশকে পুজোর সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে বলে নির্দেশ লালবাজারের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।