বড় সম্মান পেতে চলেছে রাজ্যের প্রকল্প। প্রয়াত বুদ্ধদেব গুহ। শোকের ছায়া পাঠকমহলে।বিনিয়োগে উদ্যোগী রাজ্য। পানাগড় শিল্পতালুকে নতুন কারখানা।
হেডলাইন
আরও শুনুন: 29 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- মার্কিনিদের লক্ষ্য করে রকেট হামলা, বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর
আরও শুনুন: 27 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- হামলাকারীদের রেয়াত নয়, কাবুল বিস্ফোরণের পর হুঁশিয়ারি আমেরিকার
বিস্তারিত খবর
1. ইতিমধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃত কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলি। মহিলাদের ক্ষমতায়নকেন্দ্রিক রাজ্যের এমন প্রকল্পে এবার আর্থিক সাহায্য করতে চায় বিশ্ব ব্যাংকও। ‘উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম’-এ মিলতে পারে প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার সাহায্য, বলে প্রশাসনিক সূত্রে খবর।
মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং এসসি, এসটি, ওবিসি মহিলাদের ১০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সেপ্টেম্বর থেকেই। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড মহিলাদের নামে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সামাজিক উন্নয়নের চারটি ক্ষেত্র বেছে নিয়ে পুরোমাত্রায় মানুষের পাশে দাঁড়াতে চায় রাজ্য সরকার। পরনির্ভরশীল বিধবা মহিলা এবং দিব্যাঙ্গদের জন্য প্রয়োজনীয় সুযোগসুবিধার ব্যবস্থা করতে চায় রাজ্য। পাশাপাশি, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে মহিলাদের ক্ষমতায়নের ব্যবস্থা করা হবে। এ বিষয়ক নীতি নির্ধারণের মাধ্যমে নাগরিকদের যাতে সুবিধা দেওয়া যায়, তারও ব্যবস্থা করতে চায় রাজ্য সরকার।
2.
চলে গেলেন ঋজুদার স্রষ্টা। চলে গেলেন বাঙালি পাঠকের বড় প্রিয় লেখক, প্রিয় মানুষ বুদ্ধদেব গুহ। রবিরার রাত ১১টা ২৫ নাগাদ বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল বুদ্ধদেব গুহর শেষকৃত্য।
সহজ ভাষায় পাঠকের মনে পৌঁছে যেতেন বুদ্ধদেব গুহ। “ছোট্ট জীবনে বাঁচার মতো বাঁচতে হবে প্রতিটি মানুষকে”, একথাই বিশ্বাস করতেন ‘মাধুকরী’র লেখক। বাস্তব জীবনেও সেই কথা মেনে চলতেন। শুধু লেখার গণ্ডির মধ্যে তাঁর প্রতিভা সীমাবদ্ধ ছিল না। ছিলেন প্রসিদ্ধ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। গানের গলা শুনলে মুগ্ধ হয়ে যেতেন শ্রোতারা। এই গানই তাঁকে জুড়েছিল জীবনসঙ্গিনী ঋতু গুহর সঙ্গে। খেলাধুলাতেও দক্ষ ছিলেন বুদ্ধদেব গুহ। চুনি গোস্বামীর সঙ্গে খেলেছিলেন ক্রিকেট। দু’জনে খুব ভাল বন্ধুও ছিলেন। টেনিসও খেলেছেন বুদ্ধদেব গুহ।
৮৫ বছরের সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “শ্রী বুদ্ধদেব গুহর লেখা ছিল বহুমাত্রিক। তাঁর রচনায় পরিবেশ অন্য মাত্রা পেয়েছে। প্রতিটা প্রজন্ম, বিশেষ করে উঠতি বয়সের পাঠকরা তাঁর লেখায় সমৃদ্ধ হয়েছে। বুদ্ধদেববাবুর চলে যাওয়া সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও অনুরাগীদের জন্য সমবেদনা রইল।”
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। “বুদ্ধদেব গুহর প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। বাংলার মানুষের অত্যন্ত প্রিয় লেখক তিনি। সাহিত্য জগতে এক বিশাল শূণ্যতা রেখে চলে গেলেন। বুদ্ধদেববাবুর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।”
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।