ফের বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর। তালিবান নিয়ে কৌশল বদলাতে হতে পারে ভারতকে। টোকিও প্যারালিম্পিকে একই দিনে পদকের হ্যাটট্রিক ভারতের। ‘দেশ বিক্রি’র অভিযোগে সরব তৃণমূল।
হেডলাইন:
আরও শুনুন: 27 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- হামলাকারীদের রেয়াত নয়, কাবুল বিস্ফোরণের পর হুঁশিয়ারি আমেরিকার
বিস্তারিত খবর:
1. তিনদিনের মাথায় ফের বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নিহত ২ জন, জখম ৩। বিস্ফোরণে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিন দুপুরে কাবুল বিমানবন্দর ছেড়ে ন্যাটোর শেষ বিমানটি উড়ে যাওয়ার পরই বিমানবন্দর সিল করে দেয় তালিবান বাহিনী। যাতে কেউ সেখানে ঢুকতে না পারে, তার জন্য বিমানবন্দরগামী সমস্ত রাস্তাও আটকানো হয়। আর ঠিক তার পরপরই এই বিস্ফোরণ। খোয়াজা বুগরার একটি বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চলে বলে সংবাদসংস্থা AFP সূত্রে খবর। এই বাড়িতে কয়েকজন মার্কিন নাগরিক ছিলেন বলে প্রাথমিক অনুমান। এর আগেরবারের বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছিল। এবারও ফের তালিবান বোঝাল, তাদের মূল টার্গেট আসলে আমেরিকানরা। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিবাহিনী।
বৃহস্পতিবার রাতে আচমকাই জোড়া বিস্ফোরণ ঘটেছিল কাবুল বিমানবন্দরে। ধারাবাহিক বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। রবিবার ফের আশঙ্কার কথা শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলার আশঙ্কায় আমেরিকানদের বিমানবন্দর ও সংলগ্ন এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।
2. রবিবার জোড়া রুপো ভারতের। চলতি প্যারালিম্পিক্সে দেশকে প্রথম পদক এনে দিলেন টেবিল টেনিস তারকা ভবিনাবেন প্যাটেল। পাশাপাশি প্রথম মহিলা প্যাডলার হিসেবে রুপো জয়ের নজির গড়লেন তিনি। একই দিনে হাই জাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার। প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে প্যারালিম্পিকের শেষ চারে পৌঁছেই ইতিহাস গড়েছিলেন ভবিনাবেন। টেবিল টেনিসের ক্লাস ৪ ইভেন্টের মহিলা সিঙ্গলসের চূড়ান্ত লড়াই ছিল রবিবার। চিনের ঝউ ইংয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গেই শুরুটা করেছিলেন প্যারালিম্পিকে প্রথমবারের জন্য অংশ নেওয়া প্যাটেল। কিন্তু কঠিন প্রতিপক্ষের আক্রমণে থেমে যায় সোনা জয়ের স্বপ্ন। যদিও ততক্ষণে নয়া ইতিহাস গড়ে ফেলেছেন ভবিনাবেন। এদিন পুরুষদের T-47 হাই জাম্পের ফাইনালে ২.০৬ মিটার উঁচুতে লাফান নিশাদ। বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে উঠে আসেন দ্বিতীয় স্থানে। অল্পের জন্য হাতছাড়া হয় সোনার পদক। তবে শুধু রুপো জয় নয়, এশিয়ান রেকর্ডও গড়েন ভারতীয় অ্যাথলিট। একই দিনে ডিসকাস থ্রো থেকেও পদক এল ভারতের ঝুলিতে। ৪২ বছর বয়সে পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতে এশিয়ান রেকর্ড গড়লেন বিনোদ কুমার। তিনজনকেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।