পুজোর ভিড়ে বাড়তে পারে করোনা। রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। প্রয়োজনে কনটেনমেন্ট জোন বাড়ানোর পরামর্শ। পুজোর পর ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের। কংগ্রেসে যোগ দিলেন দুই বামপন্থী নেতা কানহাইয়া কুমার এবং জিগনেশ মেবানি।
হেডলাইন:
আরও শুনুন: 27 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- সবার জন্য ডিজিটাল হেল্থ কার্ড, ঘোষণা প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 26 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ‘ডান্সিং ড্রাগন, মৃতদেহের উপর নাচে’, বিজেপিকে আক্রমণ মমতার
বিস্তারিত খবর:
1. সামনেই উৎসবের মরশুম। আর সেই পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী হতে পারে করোনার গ্রাফ। এমন পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। পরামর্শ দিল সংক্রমণ বাড়লে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানোরও।
সোমবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত হলে ফের বাড়তে পারে সংক্রমণ। তাই স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে। বলা হয়েছে টিকাকরণের গতি বাড়ানোর কথাও।
এদিকে গতবারের মতো এবারও কি দর্শকহীন হবে দুর্গাপুজো? তা নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে মামলা। মঙ্গলবার শুনানিতে এই আবেদনের জবাব দিতে সময় চাইল রাজ্য। মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর। উল্লেখ্য, গতবার দুর্গাপুজোয় একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল হাই কোর্ট। মণ্ডপে প্রবেশের ক্ষেত্রেও জারি হয়েছিল নিয়ন্ত্রণ। এই বছরও এসব বিধি-নিষেধ বলবৎ থাকবে কি না, সেদিকেই এখন নজর পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের।
2. পুজোর পর ফের রাজ্যে ভোট। ৪ বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন হতে চলেছে শান্তিপুর, খড়দহ, গোসাবা ও দিনহাটা– এই চার আসনে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ মোট তিন রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে উপনির্বাচন হবে মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশের কেন্দ্রগুলিতেও। দুই কেন্দ্রশাসিত অঞ্চল– দাদরা-নগর হাভেলি এবং দমন ও দিউ-ও রয়েছে উপনির্বাচনের তালিকায়। ২ নভেম্বর ফল ঘোষণা হবে সবক’টি কেন্দ্রের। নির্দিষ্ট সময়ের মধ্যে সবক’টি কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায় খুশি রাজনৈতিক মহল। ভবানীপুর ছাড়াও রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে দ্রুত উপনির্বাচনের জন্য একাধিকবার নির্বাচন কমিশনের দপ্তরে আবেদন জানিয়েছিল শাসকদল তৃণমূল। সেই আবেদন মেনে ৩০ অক্টোবর দিন ঘোষণা করায় স্বস্তি সব শিবিরেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।