অসমের ঘটনা প্রসঙ্গে ‘ডান্সিং ড্রাগন’ বলে বিজেপিকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো উপলক্ষে ব্লকে ব্লকে অভাবী মহিলাদের ‘দিদির উপহার’ পাঠালেন তৃণমূল কর্মীরা। সাইক্লোন ‘গুলাব’-এর আতঙ্কে একাধিক ট্রেন বাতিল ঘোষণা পূর্ব রেলওয়ের। তালসারিতে সমুদ্রস্নানে নেমে নিখোঁজ মধ্যমগ্রামের ২ যুবক।
হেডলাইন:
আরও শুনুন: 25 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- রাষ্ট্রসংঘের মঞ্চে রবীন্দ্র-স্মরণ প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 24 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- দিল্লির আদালতে গ্যাংওয়ার, গুলিবিদ্ধ হয়ে মৃত ৬
বিস্তারিত খবর:
1. ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের আগে শেষ রবিবার। দিনভর বৃষ্টিভেজা আবহাওয়া। তার মধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পদ্মপুকুরে যদুবাবুর বাজারে জোড়া প্রচারে নামলেন মমতা-অভিষেক। এদিন প্রচারে কার্যত ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ শানালেন বিজেপির উদ্দেশে। অসমে ‘অনুপ্রবেশকারী’দের উপর পুলিশের নির্বিচার গুলিতে ২ জনের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে বললেন, “বিজেপি তো ডান্সিং ড্রাগন। অসমে মৃতদেহের উপর উঠে নাচছে।” রোম সফর বাতিল হওয়ার কারণেও ফের বিজেপিকে একহাত নিলেন মমতা। সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করেন বলে ভবানীপুরকে ‘মিনি ভারতবর্ষ’র সঙ্গে তুলনা করলেন তিনি। জানালেন, “এখান থেকেই নতুন লড়াই শুরু হচ্ছে। এবার গোটা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাব।” ভবানীপুরের সভা সেরে মমতা-অভিষেক পৌঁছে যান হরিশ চ্যাটার্জি স্ট্রিট মোড়ে। এখান থেকেই তৃণমূল সুপ্রিমোর বার্তা, ভবানীপুর থেকে নতুন করে ‘খেলা’ শুরু হবে। এই খেলা শেষ হবে জাতীয় স্তরে লড়াইয়ের মধ্যে দিয়ে। অর্থাৎ লক্ষ্য যে দিল্লি দখল করা, তা ফের বুঝিয়ে দিলেন মমতা। রবিবার সন্ধেবেলা নিজের পাড়ার মোড়ে সভা করেই প্রচারে ইতি টানলেন তৃণমূল সুপ্রিমো।
2. ভবানীপুর আসনে উপনির্বাচনের তিন দিন বাকি। তার আগে রবিবার পদ্মপুকুরের নির্বাচনী সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, তাঁকে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করেও লাভ হবে না। বিপ্লব দেবের রাজ্যে গণতন্ত্র স্থাপন করবেই তৃণমূল। শুধু ত্রিপুরা নয়, গোয়া-সহ একাধিক রাজ্যে নিজেদের সরকার গঠনের কথা বললেন তিনি। এদিন সিবিআই-ইডি প্রসঙ্গেও কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক। আক্রমণ শানান রাজ্য বিজেপির নেতাদের উদ্দেশেও। ভোট মিটলেও প্রায়শই রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হয় অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া। সেদিকে ইঙ্গিত করে অভিষেক বলেন, “ভবানীপুরকে ভাটপাড়া হতে দেব না।” প্রত্যেককে সঠিক সময়ে ভোট দেওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, এক লক্ষ ভোটে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলনেত্রীর সুরেই এদিন অভিষেক বলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে বিপদের মুখে পড়বে গোটা ভারত।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।