ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর। প্রত্যেক ভারতীয়কে নিরাপদে ফেরানোর আশ্বাস বিদেশমন্ত্রীর। রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নতিতে একাধিক পদক্ষেপ। মা হলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। রাজ্যে ঠিক সময়ে উপনির্বাচনের দাবি। ঘুরে দাঁড়াল ‘প্রাচী’ প্রেক্ষাগৃহ। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 24 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- সিলেবাস কমছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার, সিদ্ধান্ত পর্ষদের
বিস্তারিত খবর:
1. ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল বিমানবন্দর (Kabul Airport)। এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পেন্টাগন সূত্রে খবর, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব গেটের সামনে ঘটে বিস্ফোরণ। এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, শেষ পাওয়া খবরের মতে জঙ্গিদের সঙ্গে মার্কিন সেনার গুলির লড়াই চলছে। সংঘর্ষে তিন মার্কিন সেনা আহত হয়েছেন। তার আগে নাগরিকদের ফিরিয়ে আনতে কাবুল বিমানবন্দরে যাওয়া ইটালির বিমান লক্ষ্য করে গুলি চালায় তালিবান জঙ্গিরা।
আফগানিস্তান দখল করেছে তালিবান (Taliban)। জঙ্গিরা রাজধানী কাবুল দখল করার পর সে দেশ ছেড়ে দ্রুত পালাচ্ছে মার্কিন ও বিদেশি নাগরিকরা। আর পালানোর একমাত্র পথ হচ্ছে কাবুল বিমানবন্দর। কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে থাকা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ছক তৈরি করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (খোরাসান) বলে জানিয়েছিল পেন্টাগন। সেই আশঙ্কাই সত্যি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, বৃহস্পতিবারই দুই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আবদুল্লা আবদুল্লাকে গৃহবন্দি করেছে তালিবানরা।
2. আফগানিস্তান দখল করেছে তালিবান। তাদের কবজায় আটকে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের উদ্ধারকাজ নিয়ে চিন্তিত গোটা বিশ্বই। কাবুল থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য চলছে ‘অপারেশন দেবী শক্তি’। সেই কাজ আরও দ্রুত ও নিরাপত্তার সঙ্গে কীভাবে করা যায়, তালিবান অধ্যুষিত আফগানিস্তান নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গিই বা কী– এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করতে বৃহস্পতিবার সর্বদল বৈঠকে বসলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। অন্যদিকে, নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনেও বৈঠক সারলেন অমিত শাহ, রাজনাথ সিং-রা।
প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, কংগ্রেসের তরফে অধীররঞ্জন চৌধুরী, গুলাম নবি আজাদ। এছাড়া সিপিএম, সিপিআই, এসপি, বিএসপির তরফে প্রতিনিধিরা যোগ দেন বৈঠকে। জয়শংকরের সঙ্গে আলোচনার টেবিলে ছিলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা, কাবুল ফেরত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন।
দোহার শান্তি বৈঠকে দেওয়া কথা রাখেনি তালিবান। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি আফগানিস্তানে। এই বিষয়টিকে তুলে ধরেই আলোচনায় ফোকাস করেন বিদেশমন্ত্রী। পাশাপাশি, তালিবানের হুমকিতে ‘অপারেশন দেবী শক্তি’ নিয়েও খানিক অনিশ্চয়তা দেখা গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আটকে থাকা প্রত্যেক ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হবে, এতে দৃঢ়প্রতিজ্ঞ কেন্দ্র। বিপন্ন আফগানদের পাশে রয়েছে নয়াদিল্লি, তাও স্পষ্ট করে দেন বিদেশমন্ত্রী।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।