দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৬১। রাজ্যগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের। কোভিডের পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে সতর্কবার্তা মমতার। অমিত শাহের সফর চলাকালীনই উত্তপ্ত কাশ্মীর। সেনাকে লক্ষ্য করে গুলিবৃষ্টি জেহাদিদের।
হেডলাইন:
আরও শুনুন: 23 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ক্রমশ বাড়ছে করোনা, সংক্রমণে শীর্ষে কলকাতা
বিস্তারিত খবর:
1. উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে মারণ করোনা ভাইরাস। দীপাবলির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ। দেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে এবার চিঠি দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ দিল মোদি সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি দিয়ে বলেন, যে সমস্ত এলাকা কনটেনমেন্ট জোনের আওতায় পড়ে এবং যে জেলাগুলিতে সংক্রমণের হার ৫ শতাংশের বেশি, সেখানে কোনও জমায়েত করা যাবে না। উৎসবের জন্য মানুষ ভিড় জমালে দূরত্ববিধি-সহ কোভিডের সমস্ত নিয়ম পালন করা হচ্ছে কি না, তা নজরে রাখতে হবে। মানুষের অকারণ ভ্রমণে রাশ টানতে হবে। বাজারে ভিড় না জমিয়ে অনলাইন শপিংয়ে জোর দেওয়ার পরামর্শ দিতে হবে প্রশাসনকে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০৬ জন। যা গতকালের থেকে সামান্য কম হলেও সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যে কোনওমতেই বাগে আনা যাচ্ছে না করোনাকে। উৎসবের মরশুমে বাংলাতেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫৬১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯৮৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথমে কলকাতা। তবে কমেছে দৈনিক মৃত্যু। একদিনে করোনার বলি রাজ্যের ১০ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
2. দুর্গাপুজো উদ্বোধনের সময়ই শেষবার দেখা গিয়েছিল তাঁকে। তারপর রবিবারই বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ শরীর নিয়েই শুরু উত্তরবঙ্গ সফর। পরবর্তী গন্তব্য গোয়া। নিজের অসুস্থতার কথা জানিয়ে সতর্ক করলেন রাজ্যবাসীকেও। পুজো মিটতেই চিন্তা বাড়াচ্ছে কোভিডের গ্রাফ। কলকাতার পরিসংখ্যান নিয়েও চিন্তা রয়েছে। পাশাপাশি রাজ্যে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে সম্প্রতি। আর সেসবকে গুরুত্ব দিয়েই রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
রবিবার শিলিগুড়িতে পুলিশের আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে করোনার টিকাকরণ নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। দেশে ১০০ কোটি মানুষের করোনা টিকাকরণ সম্পূর্ণ, দাবি কেন্দ্রীয় সরকারের। তবে পরিসংখ্যানবিদদের একাংশ হিসেবনিকেশ করে দেখিয়েছেন, কেন্দ্রের এই দাবি অর্ধসত্য। এই হিসেব নিয়েই কেন্দ্রকে বিঁধলেন মমতা। বাংলায় পর্যাপ্ত টিকা সরবরাহ করা হচ্ছে না বলেও ফের অভিযোগ তুললেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।