করোনা পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁটের সিদ্ধান্ত নিল পর্ষদ। কাবুলে আটকে থাকা ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যাওয়া বিমান অপহরণ করল অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তান থেকে উদ্ধার ৭৫ জন। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 23 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর, অংশ নেবেন মমতা
আরও শুনুন: 22 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- কাবুল থেকে ভারতে ফিরছেন ৩০০ যাত্রী, মুখে স্লোগান ‘ভারত মাতা কি জয়’
বিস্তারিত খবর:
1. করোনা পরিস্থিতিতে ২০২১ সালে মাধ্যমিকের সিলেবাস ছোট করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। কিন্তু শেষমেশ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। আসতে চলছে করোনার তৃতীয় ঢেউ। তাই আগামী বছর পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে সিলেবাস কাটছাঁটের সিদ্ধান্ত নিল পর্ষদ। আগেই উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছিল সংসদ।
এদিকে, সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্যসূচির ৫০ শতাংশের উপর পরীক্ষা হবে প্রথম সেমেস্টারে। বাকি ৫০ শতাংশের উপর পরীক্ষা হবে দ্বিতীয় সেমেস্টারে। আইসিএসই (ICSE) দশমের দুই সেমেস্টারেই ৮০/১০০ নম্বরের পরীক্ষা হবে। আইএসসি দ্বাদশের দুই সেমেস্টারে পরীক্ষা হবে ৭০/৮০ নম্বরের। নতুন পাঠ্যসূচি মিলবে বোর্ডের ওয়েবসাইটের ‘পাবলিকেশন’ নামক বিভাগে। কোভিড পরিস্থিতির বিষয়টি নজরে রেখেই ঠিক করা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষার (Practical Exam) জন্য পড়ুয়াদের স্কুলে আসতে হবে নাকি বাড়িতে বসে অনলাইনেই দেওয়া যাবে পরীক্ষা।
2. তালিবানের দখলে আফগানিস্তান। কাবুলে আটকে থাকা ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে গিয়েছিল একটি বিমান। খবর, বিমানটিকে অপহরণ করল অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিরা। যাত্রী-সহ বিমানটিকে নিয়ে যাওয়া হয় ইরানে। মঙ্গলবার এই খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন উপবিদেশমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেভা নিজে বিষয়টি নিয়ন্ত্রণ করছেন বলে জানিয়েছেন ইয়েনিন। আন্তর্জাতিক নীতি মেনে সর্বস্তরে যোগাযোগ করা হচ্ছে। যে কোনওভাবেই হোক, বিমানটিকে ফিরিয়ে আনার মরিয়া প্রয়াস চালাচ্ছে ইউক্রেন। অসমর্থিত সূত্রে খবর, বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিলেন।
যদিও ইরানের দাবি, বিমানটি জ্বালানি ভরার জন্য সেখানে নেমেছিল। পরে আবার ইউক্রেনে ফিরে গিয়েছে। তবে কারা এই বিমান ছিনতাই করল, তা নিয়ে একাধিক জল্পনা উসকে উঠছে। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিতে এই কাজ তালিবানের বলে প্রাথমিক সন্দেহ। তবে ইউক্রেনের চেচেনপন্থী জঙ্গি কিংবা ইরানের বিচ্ছিন্নতাবাদীরাও এ কাজ করে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। গত রবিবার বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে আফগানিস্তান থেকে কিয়েভে ফিরেছে ইউক্রেনের এক উদ্ধারকারী বিমান। এখনও কাবুলে আটকে রয়েছেন শতাধিক ইউক্রেনীয়।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।