পর্নোগ্রাফি না দেখায় ছ’বছরের শিশুকন্যাকে পাথর দিয়ে থেঁতলে মারল ৩ কিশোর। বর্ষণবিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরাখণ্ডে মৃত বেড়ে ৬৪। একবালপুরে সদ্যোজাত কন্যা খুনে গ্রেপ্তার মা লাভলি সিং। কোনও মহিলা যৌনতায় অভ্যস্ত হলেও তাঁকে ধর্ষণ অপরাধই, মত কেরল আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 20 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- উৎসব মিটতেই ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ
আরও শুনুন: 19 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বাংলাদেশে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নির্দেশ শেখ হাসিনার
বিস্তারিত খবর:
1. পর্নোগ্রাফি দেখতে চায়নি। সেই ‘অপরাধে’ ৬ বছরের শিশুকে পাথর দিয়ে থেঁতলে মারল তিন খুদে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর-পূর্বের রাজ্য অসমে। ইতিমধ্যে অভিযুক্ত তিন কিশোর ও এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার অসমের নাগাও জেলার বিলবাট এলাকার পাথর খাদানের শৌচাগার থেকে বছর ছয়েকের এক শিশুকন্যার দেহ উদ্ধার হয়। দেখা যায়, পাথর দিয়ে বাচ্চাটির মাথা থেঁতলে দেওয়া হয়েছে। তদন্তে নামে কালিয়াবোর এলাকার পুলিশ। পুলিশ জানিয়েছে, শিশুটির সঙ্গে একই পাড়ায় থাকত অভিযুক্ত তিনজন। যাদের বয়স ৮-১১ বছরের মধ্যে। একসঙ্গেই খেলাধুলো করত তারা। ১১ বছর বয়সী কিশোরটি পর্নে আসক্ত ছিল। বাবার মোবাইল নিয়ে নিয়মিত পর্ন ভিডিও দেখত সে। সঙ্গী ছিল বাকি দুজনও। গত মঙ্গলবার ৬ বছরের শিশুটিকেও নিজেদের দলে টানার চেষ্টা করে তারা। কিন্তু গররাজি হওয়ায় তাকে খুন করা হয়। পুলিশ আরও জানিয়েছে, খুন করার আগে শিশুটিকে তিন খুদে মিলে যৌন হেনস্তাও করে। গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তর বাবাকেও।
2. বুধবার রাত থেকে কমেছে বৃষ্টি। তার ফলে সামান্য উন্নত হল পাহাড়ের অবস্থা। তিস্তায় কিছুটা হলেও কমেছে জলস্তর। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে ২৪ অক্টোবর শিলিগুড়ি-কার্শিয়ং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ তারিখ কার্শিয়ংয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ২৭ তারিখ উত্তরকন্যায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বন্যায় উত্তরবঙ্গের যে সমস্ত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সব এলাকা পরিদর্শনেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সফর সম্পূর্ণভাবে নির্ভর করছে আবহাওয়ার উপর। সূত্রের খবর, আবহাওয়ার উন্নতি না হলে বাতিল হতে পারে সফর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।