হদিশ নতুন কর্মসংস্থানের। নভেম্বরের শেষেই রাজ্যে চালু বাংলা ডেয়ারি। কাশফুল থেকে হাঁসের পালক- একাধিক উপায়ে শিল্পায়নের পরামর্শ মুখ্যমন্ত্রীর। উত্তর ২৪ পরগনায় ফের চালু ৮ টি রুটের বাস পরিষেবা। এসএসসির হলফনামায় অসন্তুষ্ট হাইকোর্ট। ফের শীতের পথে কাঁটা নিম্নচাপ। সপ্তাহান্তে বদলাতে পারে আবহাওয়া।
হেডলাইন:
আরও শুনুন: 17 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে খারিজ করল আদালত
আরও শুনুন: 16 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- রাজ্যে চালু ‘দুয়ারে রেশন’ প্রকল্প, সম্ভাবনা ৪২ হাজার কর্মসংস্থানের
বিস্তারিত খবর:
1. রাজ্যে আরও একাধিক নতুন শিল্প তৈরির সম্ভাবনা। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে ফের কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার শিল্পোন্নোয়নের জন্য একাধিক নতুন উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রীর পরামর্শ, কাশফুল থেকে তৈরি বালিশ-বালাপোশ বানানো যেতে পারে। উদ্যোগ নিলে তৈরি হতে পারে নতুন শিল্প। এছাড়া উলুবেড়িয়ায় রয়েছে শাটল কক ক্লাস্টার। শাটল কক তৈরিতে মূল উপকরণ হল হাঁসের পালক। আর তা চিন কিংবা দেশের অন্য কোনও জায়গা থেকে আমদানি করতে হয়। আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে হাঁসের পালক সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত দুবছরে হাওড়ায় ২০ কোটি ৪৮০ লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । হয়েছে ১ লক্ষ ১৬ হাজার কর্মসংস্থানও। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আরও ১০,৪৮০ কোটি টাকার বিনিয়োগ হবে, তৈরি হবে ১ লক্ষ ৫৬ হাজার কাজের সুযোগ । পাশাপাশি নয়াচরে নতুন ফিশিং হাবও তৈরি হবে বলে জানান তিনি। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য আলাদা ক্রেডিট কার্ড চালু করার দাবি জানান মুখ্যমন্ত্রী। এর আগেই বাংলা ডেয়ারি তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। নভেম্বরের শেষ থেকেই তা চালু হচ্ছে বলে এ দিন জানান তিনি। সেখানে বিক্রি হবে ঘি, দুধ, পনিরের মতো একাধিক দুগ্ধজাত পণ্য। জেলায় জেলায় কারা ‘বাংলা ডেয়ারি’র ডিলারশিপ নিতে চায়, তাঁদের একটি তালিকা তৈরি করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাটল জট। উত্তর ২৪ পরগনা জুড়ে ৮টি রুটে ফের চালু হল বাস চলাচল। বৃহস্পতিবার রাজ্য পর্যটন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
করোনা কালে বন্ধ হয়ে গিয়েছিল এ সব রুটের বেশ কয়েকটি বাস পরিষেবা। আন্তঃজেলার একাধিক বাসরুটও বন্ধ হয়ে যায়। কিন্তু এতদিন পরও কেন তা চালু হয়নি,তা নিয়ে বুধবার মধ্যগ্রামের প্রশাসনিক সভামঞ্চ থেকে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী। দ্রুত তা চালু করারও নির্দেশও দেন। উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এলাকাগুলি থেকে বাসরুটে কলকাতা, হাওড়া কিংবা ভিনজেলায় যাতায়াতের সমস্যা হচ্ছিল। যার জেরে নাজেহাল হতে হচ্ছিল নিত্যযাত্রীদের। ফলতই মধ্যমগ্রাম, বারাসত থেকে কলকাতা, হাওড়াগামী বাস চালু হওয়ায় স্বস্তিতে যাত্রীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।