দুয়ারে সরকার’ শিবিরে ভিড় এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী। বাড়তে পারে শিবিরের সংখ্যা। আফগানিস্তানে প্রথম ধাক্কা। পঞ্জশিরে মুখ থুবড়ে পড়ল তালিবান। ভারতে চিন-পাকিস্তান-তালিবানের মিলিত হামলার আশঙ্কা। সতর্ক করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
হেডলাইন:
‘দুয়ারে সরকার’ শিবিরে ভিড় এড়াতে তৎপর মুখ্যমন্ত্রী। বাড়তে পারে শিবিরের সংখ্যা। প্রয়োজনে বাড়বে সময়সীমাও।
ভারতে চিন-পাকিস্তান-তালিবানের মিলিত হামলার আশঙ্কা। সতর্ক করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ভয় কান্দাহার বিমান অপহরণের পুনরাবৃত্তির।
আফগানিস্তানে প্রথম ধাক্কা। পঞ্জশিরে মুখ থুবড়ে পড়ল তালিবান। উড়ল নর্দার্ন অ্যালায়েন্সের পতাকা।
ত্রিপুরায় তৃণমূলের মুখ করা হোক সুস্মিতা দেবকে। কালীঘাটে আবেদন ত্রিপুরার দলীয় নেতৃত্বের।
রবিবারও পাওয়া যাবে মেট্রো পরিষেবা। ২৯ আগস্ট থেকে নয়া নিয়ম। উঠতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই।
ফের বাসের স্টিয়ারিং ধরলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। কলকাতার রাস্তায় CNG ও ডিজেল চালিত বাসের উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম।
প্রথম মহিলা প্রধান বিচারপতি পেতে পারে দেশ। দৌড়ে এগিয়ে বিভি নাগরত্ন। কলেজিয়ামের সুপারিশ তালিকায় রয়েছেন আরও দুই মহিলা বিচারপতি।
নতুন ভূমিকায় অলিম্পিয়ান নীরজ চোপড়া। হরিয়ানায় ক্রীড়া হাবের পরিকল্পনা। সেন্টার অফ এক্সেলেন্সের প্রধানের দায়িত্ব পেতে পারেন সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার।
আরও শুনুন: 17 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- আফগানিস্তান নিয়ে উদ্বেগ, জরুরি আলোচনায় ভারত-মার্কিনবিদেশমন্ত্রক
আরও শুনুন: 16 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- আফগানিস্তানে তালিবানি দাপট, দেশ ছাড়ার মরিয়া চেষ্টায় মৃত ৭
বিস্তারিত খবর:
1.
বাড়তে পারে দুয়ারে সরকার ক্যাম্পের সংখ্যা। প্রয়োজনে বাড়বে সময়সীমাও। বুধবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারই মালদহের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভিড়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়।
চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের তৃণমূল সুপ্রিমো প্রতিশ্রুতি দিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তফশিলি ও আদিবাসী মহিলাদের মাসে ১০০০ টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। তৃতীয়বার ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ১৬ আগস্ট থেকে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। সেই মতোই জেলায় জেলায় শুরু হয়েছে ক্যাম্প।
জানা গিয়েছে, মালদহের সাহাপুর হাইস্কুলে চলছে দুয়ারে সরকার। ভোর থেকেই স্কুলের বাইরে ভিড় করেন এলাকার বাসিন্দারা। নির্দিষ্ট সময়ে স্কুলের গেট খুলতেই হুড়োহুড়ি করে প্রথমে ঢোকার চেষ্টা করেন সকলেই। সেই সময় ভিড়ের চাপে পড়ে যান বহু মানুষ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে আহত কয়েকজনকে নিয়ে যাওয়া হয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
এদিকে বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে বাড়ানো হবে দুয়ারে সরকার ক্যাম্পের সময়। বাড়ানো হতে পারে শিবিরের সংখ্যাও। যাতে কোনওভাবে প্রতারকদের ফাঁদে না পড়েন আবেদনকারীরা, তা নিয়ে এদিন ফের সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
2. আফগানিস্তানে আটকে গেল তালিবানদের বিজয়রথ। পঞ্জশির প্রদেশে জেহাদিদের রুখে দিল সদ্য ভেঙে যাওয়া আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সালেহর বাহিনী। পঞ্জশির সীমান্তে সালেহ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পিছু হটতে হল জেহাদিদের।
এর আগে ১৯৯৬ সালে যখন প্রায় গোটা আফগানিস্তান তালিবানদের দখলে, তখনও পঞ্জশিরে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল স্থানীয় নেতা তথা ভারতের বন্ধু আহমেদ শাহ মাসুদের বাহিনী। ২০০১ সালে আল-কায়েদা জঙ্গিদের হাতে খুন হতে হয় আহমেদ শাহ মাসুদকে। কিন্তু তারপরও পঞ্জশির দখল করতে পারেনি তালিবানরা। উলটে, মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানকে তালিবানমুক্ত করার কাজে হাত লাগিয়েছিল আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের বাহিনী। সেই মাসুদের বাহিনীই ফের আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহর সঙ্গে হাত মিলিয়ে তালিবানদের রুখে দিল। তালিবানরা কাবুলে ঢুকে পড়লেও কাবুল থেকে ১২০ কিলোমিটার দূরের এই প্রদেশ এখনও তালিবানমুক্ত।
কাবুল হাতছাড়া হওয়ার পর প্রেসিডেন্ট আশরফ ঘানি আফগানিস্তান ছাড়লেও ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহ এখনও রয়েছেন পঞ্জশিরেই। গতকাল সেখানেই আফগানিস্তানের তালিবান বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সালেহ। তারপরই তিনি ঘোষণা করেছেন, ঘানির অবর্তমানে তিনিই আফগানিস্তানের কার্যকরী প্রেসিডেন্ট। এমনকী বুধবার পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের পতাকাও উড়িয়েছে সালেহ বাহিনী।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।