গত ২৪ ঘণ্টায় দেশে কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা। কাশ্মীরে নাশকতার জাল বুনছে ‘হরকত ৩১৩’ জেহাদি গোষ্ঠী। আর জি কর মেডিক্যাল কলেজে এখনও ব্যাহত পরিষেবা। বন্যাকবলিত কেরলে মৃত বেড়ে ১৮। কোচের জন্য সরকারিভাবে বিজ্ঞাপন প্রকাশ BCCI-এর।
হেডলাইন:
আরও শুনুন: 16 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বিশ্ব ক্ষুধা সূচকের তালিকা ‘অবাস্তব’, পিছিয়ে পড়ে দাবি কেন্দ্রের
আরও শুনুন: 15 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- কোভিড বিধি মেনে বিসর্জন, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার
বিস্তারিত খবর:
1. তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে অগ্রিম প্রস্তুতি নিয়েছিল সরকার। উৎসবের মরশুমেও দেশজুড়ে চলেছে টিকাকরণ অভিযান। রোগী চিহ্নিত করতে চলেছে নিয়মিত টেস্টিংও। সেইসব বিধিনিষেধ জারি থাকায় যে সুফল মিলেছে, তা বলে দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান। কারণ গোটা দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষেরও কম। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। যা গতকালের থেকে কম। ২৪ ঘণ্টায় ফের কমল মৃতের সংখ্যাও। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি স্বস্তি দিচ্ছে করোনার নিম্নমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। ফলে সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলেই মনে করা হচ্ছে।
2. গত দু’সপ্তাহ ধরে উত্তপ্ত কাশ্মীর। রক্ত ঝরছে আমজনতার। শহিদ হচ্ছেন সেনা জওয়ানরা। এবার ভারতীয় গোয়েন্দাদের তদন্তে ধরা পড়ল, জইশ-ই মহম্মদ কিংবা লস্কর-ই-তইবার পাশাপাশি সীমান্তে ওঁত পেতেছে ‘হরকত-৩১৩’ জঙ্গি গোষ্ঠী। ১৯৯৯ সালে তৈরি হওয়া এই ব্রিগেড কাজ করত মূলত আল কায়দার হয়ে। বর্তমানে পাক সেনা, আইএসআই এবং তালিবানের হাক্কানি নেটওয়ার্কের মদতেই খোলনলচে বদলাচ্ছে এই ‘৩১৩ ব্রিগেড’। তালিবানের অন্দরে হাক্কানি নেটওয়ার্কের বাড়বাড়ন্তেই সিঁদুরে মেঘ দেখেছিলেন ভারতীয় গোয়েন্দারা। এই হাক্কানি নেটওয়ার্কে রয়েছে মধ্য এশিয়ার বিভিন্ন দেশের জেহাদিরা। আর এই গ্লোবাল জেহাদিদের নিয়েই তৈরি হয়েছে ‘হরকত ৩১৩’। দেশের অন্দরে নাশকতার বীজ বপনের চেষ্টা করছে তারা।
শীতের শুরু থেকেই প্রবল তুষারপাতের জেরে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ কার্যত বন্ধ হয়ে যায়। তাই প্রতি বছরই শীতের আগে ভূস্বর্গে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালায় জেহাদিরা। এবার জইশ, লস্কর, হিজবুলের পাশাপাশি সীমান্ত টপকে কাশ্মীরে ঢুকছে ‘হরকত ৩১৩’ জঙ্গিরা। তাই এবার ‘হরকত ৩১৩’ নিয়ে বাড়তি সতর্ক নিরাপত্তা বাহিনী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।