পুজোর আগেই ফলপ্রকাশের সম্ভাবনা প্রাথমিক টেট-এর। মোদির মার্কিন সফরের আগে বিক্ষোভের হুমকি খালিস্তানি জঙ্গি গোষ্ঠীর। কমতে পারে পেট্রল ডিজেলের দাম। শুক্রবার সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল। উত্তরবঙ্গে আতঙ্ক ছড়াচ্ছে শিশুদের জ্বর। জ্বরের কারণ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
বিস্তারিত খবর-
1. পুজোর আগেই প্রাথমিক টেট-এর ফলপ্রকাশ হতে পারে। পরীক্ষার্থীদের উত্তরপত্র আপলোড করা হবে পর্ষদের ওয়েবসাইটে। এ মাসের শেষে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এমনই ইঙ্গিত মিলেছে পর্ষদ সূত্রে। তারপর চলবে নিয়োগ প্রক্রিয়া। আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন। বলেছিলেন, পুজোর আগে প্রাথমিক-উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় সাড়ে চব্বিশ হাজার শিক্ষক নিয়োগ হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন, এবার থেকে প্রতি বছর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট হবে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট নেওয়া হয় চলতি বছরের জানুয়ারি মাসে। পরীক্ষার মাধ্যমে প্রায় ১৬ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগ হবে। চলতি বছরে যে টেট হয়েছে তা হওয়ার কথা ছিল ২০১৭ সালে। আবেদন করে রেখেছিলেন আড়াই লক্ষেরও বেশি প্রার্থী। ৩১ জানুয়ারি খাতাকলমে পরীক্ষা হয়। এখনও ফল প্রকাশিত হয়নি। সেই ফলাফলই বেরতে পারে এ মাসের শেষের দিকে।
2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাতের ঘুম কেড়ে নেওয়ার হুমকি। হুমকি দিল খালিস্তানপন্থী নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’। আগামী ২৪ সেপ্টেম্বর ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসবেন। সেই বৈঠকে যোগ দিতে আমেরিকায় যাবেন মোদি। সেই সময় হোয়াইট হাউজ-সহ আমেরিকার বিভিন্ন স্থানে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।
২০১৯-এ এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত। সূত্র বলছে, সংগঠনের প্রতি সমর্থন কমেছে অনেকটাই। তথাপি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানিদের, বিশেষ করে আইএসআই সমর্থকদেরই ভিড়। ভারতবিরোধী এই সংগঠনের হুমকিকে তাই হালকা ভাবে নিতে রাজি নন নিরাপত্তা আধিকারিকরা। উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে কোয়াড (QUAD) রাষ্ট্রপ্রধানদের এই বৈঠক আয়োজিত হবে। আফগানিস্তানে তালিবানি আগ্রাসনের আবহে প্রথমবার সশরীরে বৈঠকে বসতে চলেছেন চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড রাষ্ট্রপ্রধানরা। বৈঠকের আয়োজক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । নরেন্দ্র মোদি ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাও।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।