বিশ্ব ক্ষুধা সূচকের তালিকা অবাস্তব। বাংলাদেশ, পাকিস্তানেরও থেকেও পিছিয়ে পড়ার পর দাবি কেন্দ্রের। বিজেপির মোকাবিলায় পথ দেখাচ্ছে বাংলা। সেই পথেই হাঁটতে চান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। খাস কলকাতায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে ধর্ষণ। দশেরার শোভযাত্রায় গাড়ির ধাক্কায় চাঞ্চল্য। ঘটনায় গ্রেপ্তার আপাতত ২। সাসপেন্ড দুই পুলিশকর্মী।
হেডলাইন-
আরও শুনুন: 15 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- কোভিড বিধি মেনে বিসর্জন, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার
আরও শুনুন: 14 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বিধাননগরে থামবে না ট্রেন, পুজোর ভিড় এড়াতে সিদ্ধান্ত রেলের
বিস্তারিত খবর-
1. বিশ্ব ক্ষুধা সূচকে নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও নিচের সারিতে ভারত। ২০২০ সালের তুলনায় তালিকায় আরও নিচে নেমে গিয়েছে ভারত। যদিও এই সূচকের পরিমাপ পদ্ধতির সারবত্তা নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্র।
যৌথভাবে আন্তর্জাতিক ক্ষুধা সূচকের তালিকা প্রস্তুত করেছে জার্মানির সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ ও আইরিশ ত্রাণ সংস্থা ‘কনসার্ন ওয়ার্লড ওয়াইড’। গত কয়েক বছর ধরেই দারিদ্রের মাপকাঠিতে শোচনীয় অবস্থা ভারতের। ২০২০ সালে ভারত ছিল ৯৪তম স্থানে। এবার আরও নিচে নেমে ১১৬টি দেশের মধ্যে ১০১ নম্বরে রয়েছে ভারত। তালিকায় ভারতের অনেক আগে রয়েছে নেপাল (৭৬), বাংলাদেশ (৭৬) ও মায়ানমার (৭১)। এমনকী পাকিস্তানও ভারতের থেকে ভাল অবস্থানে। তারা রয়েছে ৯২ নম্বর স্থানে। এই তালিকা প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক বিবৃতি দিয়েছে, ক্ষুধা সূচকের এই পদ্ধতি বিজ্ঞানসম্মত নয়। কেন্দ্রের মতে, চারটি প্রশ্নের যে সমীক্ষা থেকে এই তালিকা তৈরি হয়েছে, সেখানে এই প্রশ্নটাই ছিল না যে উত্তরদাতা অতিমারীর সময় সরকারি প্রকল্প থেকে কোনও সাহায্য পেয়েছেন কিনা।
যদিও সাম্প্রতিক সূচক অনুযায়ী, ভারতের অবস্থান ‘উদ্বেগজনক’ বিভাগে রয়েছে। তবে এবার এই তালিকার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল ভারত।
2. দশেরার উৎসবে শামিল হয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্রের সরকার ফেলার চক্রান্তের অভিযোগও তুললেন তিনি। পাশাপাশি বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘বাংলার পথেই বিজেপি-র মোকাবিলা করবে মহারাষ্ট্র।’’
মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে মাদক উদ্ধার এবং শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারি বিজেপি-র চক্রান্তের অংশ বলেই অভিযোগ শিবসেনা প্রধান উদ্ধবের। নরেন্দ্র মোদী-অমিত শাহদের চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘‘ক্ষমতা থাকলে এই সরকার ফেলে দেখান।’’
গত সেপ্টেম্বরে আদানি গোষ্ঠী পরিচালিত গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে প্রায় ৩,০০০ কেজি মাদক উদ্ধার হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ১৯ হাজার কোটি টাকা। সেই প্রসঙ্গ তুলে উদ্ধবের প্রশ্ন, ‘‘মাদক কি শুধু মহারাষ্ট্র থেকেই উদ্ধার হচ্ছে?’’ মহারাষ্ট্র পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে ১৫০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে বলে জানিয়ে উদ্ধব আরিয়ান-কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ভূমিকা নিয়েও খোঁচা দেন। বলেন, ‘‘আপনাদের সংস্থা এক চিমটে গাঁজা উদ্ধার করে আর আমাদের পুলিশ ১৫০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করে। আপনারা তো সেলিব্রিটিদের ধরে ছবি তুলতেই উৎসাহী।’’
শুনে নিন বিশেষ বিশেষ খবর।