রাজ্যে চালু ‘দুয়ারে রেশন’ প্রকল্প। সম্ভাবনা ৪২ হাজার কর্মসংস্থানের। বেতন আনুমানিক ১০ হাজার টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর। আইনি জট কাটলেই এসএসসি-তে ১৫ হাজার নিয়োগের সম্ভাবনা। বিধানসভায় ঘোষণা ব্রাত্যর।
হেডলাইন:
আরও শুনুন: 15 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- আগের নিয়মেই ফ্রি পাস পাবেন পড়ুয়ারা, জানাল রেল
আরও শুনুন: 14 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- বনদপ্তরের কাজের স্বীকৃতি, ৩ মাসে ৮টি ‘স্কচ’ পুরস্কার এল রাজ্যে
বিস্তারিত খবর:
1. রাজ্যে চালু হল দুয়ারে রেশন প্রকল্প। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে মিলবে ৪২ হাজার কর্মসংস্থানের সুযোগ। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে এই নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এই প্রকল্প চালু নিয়ে রেশন ডিলারদের একাংশের ক্ষোভ ছিল। এতদিন পর্যন্ত রেশন ডিলারেরা কর্মী নিয়োগ করতে পারতেন না। তাঁদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এদিন জানান, এবার থেকে রেশন ডিলারেরা দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন। যাদের বেতন হবে মাসিক দশ হাজার টাকা। তাঁদের অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার ও বাকি অর্ধেক দেবেন ডিলারেরা। একই সঙ্গে রেশন ডিলারশিপ নেওয়ার খরচও একধাক্কায় অনেকটা কমিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থানের হদিস দিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে রেশন সংক্রান্ত অভাব-অভিযোগ জানানোর জন্য এ দিন একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেন মুখ্যমন্ত্রী। বাংলার এই প্রকল্প অন্য রাজ্যের জন্যও মডেল হয়ে উঠেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. এসএসসি-তে শিক্ষক নিয়োগের জন্য প্রস্ততি শুরু করল রাজ্য সরকার। এখন সেই পথে বাধা কেবল আইনি জট। আর তা কাটলেই আগামী ২ মাসে অন্তত ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এ কথা ঘোষণা করেন তিনি। যেসব স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণি রয়েছে, সেখানে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। আর এই ঘোষণার পরেই আশার আলো দেখছেন এসএসসি পরীক্ষার মেধাতালিকায় থাকা বহু প্রার্থীই।
২০১৯ সালের ১ অক্টোবরের মধ্যে এসএসসি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কমিশন তা করেনি। চলতি বছরের ২১ জুন উচ্চমাধ্যমিকের শিক্ষক নিয়োগ তালিকা প্রকাশিত হয়। আর তার পরেই তালিকায় অস্বচ্ছতা থাকার অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের করেন কয়েক জন আবেদনকারী। সেই থেকে আইনি জট চলছেই। তবে সেই সব জট কাটিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলগুলোতে অনলাইন ভর্তি প্রক্রিয়াও চালু রাখতে চান শিক্ষামন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।