বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার। কোভিড বিধি মেনে গঙ্গার ১৭টি ঘাটে বিসর্জনের ব্যবস্থা। ছত্তিশগড়ে দশমীর বিসর্জনের মিছিলে অন্তত ২০ জনকে পিষে দিল বেপরোয়া গাড়ি। কৃষক আন্দোলনের মূল মঞ্চের পাশে মিলল হাত-পা কাটা ঝুলন্ত দেহ। জোড়া নিম্নচাপের দাপটে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।
হেডলাইন:
আরও শুনুন: 14 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বিধাননগরে থামবে না ট্রেন, পুজোর ভিড় এড়াতে সিদ্ধান্ত রেলের
আরও শুনুন: 13 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে সম্প্রীতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে নবান্নের নির্দেশ মেনে শুক্রবার থেকেই শুরু প্রতিমা বিসর্জন। আগামী ১৮ অক্টোবর, সোমবার বিসর্জনের শেষদিন। গতবছরের মতোই করোনা সংক্রমণের সতর্কতা মেনে দশমীর প্রতিমা নিরঞ্জনের জন্য গঙ্গায় ১৭টি ঘাটে প্রস্তুত কলকাতা পুরসভা ও পুলিশ। পুরসভার এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন পুরপ্রশাসকমণ্ডলীর সদস্য ও বিধায়ক দেবাশিস কুমার।
এ বছরই দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রতিমা বিসর্জনে পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুরসভা। পুরপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “বিসর্জনে দূষণ নিয়ে অভিযোগ কাটাতেই হেস্টিংসে দই ঘাটের কাছে গঙ্গার ঘাটে গঙ্গাজল দিয়েই হোসপাইপ ব্যবহার করে প্রতিমা গলানোর উদ্যোগ নিয়েছি।” নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৩ হাজার পুলিশ কর্মী ও নিরঞ্জনে সাহায্য করতে হাজির থাকছেন দু’হাজারের বেশি পুরকর্মী ও অফিসার। থাকছে রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা টিম। ডিজে অথবা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ হয়েছে বাজি পোড়ানো। প্রতিমার জন্য গাড়ির সংখ্যাও নির্দিষ্ট। গঙ্গার ঘাটের সঙ্গে সঙ্গে দুর্গাপ্রতিমা বিসর্জন হবে কলকাতার ৩৪টি পুকুরেও। তাই প্রত্যেকটি পুকুরেও থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা।
2. উত্তরপ্রদেশের লখিমপুরের পর ছত্তিশগড়ের যশপুরে ভয়াবহ ঘটনা। মা দুর্গার বিসর্জনের মিছিলে ঢুকে পড়ে ২০ জনকে পিষে দিল একটি গাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। আহত আরও অনেকে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার যশপুরে স্থানীয় একটি দুর্গাপুজোর বিসর্জনের আয়োজন করা হয়েছিল। বিসর্জনের মিছিল যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ২০-২৫ জন লোক। এমন সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা লাল রংয়ের একটি সুমো গাড়ি তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে বিসর্জনের মিছিলে থাকা অন্যান্য লোকজন। উত্তেজিত জনতা গাড়িটিতে আগুনও লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।