৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। কোভিডযোদ্ধাদের কুর্নিশ। চিনকে কড়া জবাব দেওয়ার পুরস্কার। স্বাধীনতা দিবসে সাহসিকতার সম্মান ২৩ আইটিবিপি জওয়ানকে। ত্রিপুরায় জমি শক্ত করছে তৃণমূল। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন –
৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। কোভিডযোদ্ধাদের কুর্নিশ। জানালেন ভ্যাকসিন নেওয়ার আরজি।
চিনকে কড়া জবাব দেওয়ার পুরস্কার। স্বাধীনতা দিবসে সাহসিকতার সম্মান ২৩ আইটিবিপি জওয়ানকে। এ বছর সেনা মেডেল পাবেন ১১৬ জন।
ত্রিপুরায় জমি শক্ত করছে তৃণমূল। ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকে চমকে ভয় দেখানো যাবে না’। ত্রিপুরায় বসেই হুঁশিয়ারি ব্রাত্য বসুর।
করোনা মোকাবিলায় জোর। কেন্দ্রের বিশেষ তহবিল থেকে সাহায্য রাজ্যগুলিকে। লক্ষ্য কেন্দ্র রাজ্য সমন্বয়েরও।
টিকার মিশ্রণ নিয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেলের সঙ্গে মতভেদ সেরামের। মিশ্রণে হতে পারে ক্ষতি। আশঙ্কা সেরাম কর্ণধারের।
‘খেলা হবে’ দিবসে যুবভারতীতে ফুটবল। মুখোমুখি হবে জাতীয় ও রাজ্য দল। ঘোষণা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর।
আরও শুনুন – 13 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- ক্লাব ভাঙচুর, রণক্ষেত্র মুচিপাড়া, দরজা ভেঙে গ্রেপ্তার বিজেপি নেতা
আরও শুনুন: 12 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ল রাজ্যে, বন্ধ থাকছে লোকাল ট্রেন
বিস্তারিত খবর –
১। শনিবার সন্ধেতে পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভাষণে উঠে আসে অলিম্পিক্সে ভারতীয়দের জয়, ভারতের কোভিড পরিস্থিতি, গগনযান মিশন, জম্মু কাশ্মীর প্রসঙ্গ এবং সরকারি নানা প্রকল্পের সুফল। ভাষণে তিনি জানান, দ্বিতীয় ঢেউয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সুরক্ষা পেয়েছি। রাষ্ট্রপতি আরজি জানান, নিয়ম মেনে সবাই যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিন এবং অন্যদের এই কাজে উৎসাহিত করুন। স্বাধীনতা দিবসে তিনি সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন। এদিন চা চক্রে অলিম্পিক্সের পদকজয়ীদের সঙ্গে তিনি কথা বলেন। পরে ভাষণে জানান, আমাদের ক্রীড়াক্ষেত্রের তারকারা তাঁদের অসামান্য প্রদর্শনীর মাধ্যমে দেশকে গৌরবান্বিত করেছে। আমি দেশের সমস্ত পিতামাতাদের জানাই, এইসব প্রতিভাময়ী দেশের মেয়েদের পরিবারের থেকে শিখুন। আপনারা সুযোগ করে দিলে আপনার বাড়ির কন্যারাও এরকম সাফল্য এবং সমৃদ্ধি লাভ করবে।
২। ভারতীয় সেনা ইতিহাসে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকবে এইবারের স্বাধীনতা দিবস। চিনের হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন কুড়িজন। ৭৫তম স্বাধীনতা দিবসে তাঁদের সম্মান জানাচ্ছে কেন্দ্র। ২৩ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি জওয়ানের হাতে তুলে দেওয়া হবে সাহসিকতার সম্মান ‘পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি’। একসঙ্গে এতজন আইটিবিপি জওয়ানকে সম্মান জানানোর নজির এর আগে স্বাধীন ভারতের ইতিহাস নেই।
লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন আইটিবিপির জওয়ানরা। রুখে দিয়েছিলেন লালফৌজের আগ্রাসন। ছত্তিশগড়ে মাওবাদি দমন অপারেশনে দক্ষতা দেখানোর একই সম্মান পাবেন আরও তিন জওয়ান। এ বছর সেনা মেডেল পাবেন ১১৬ জন।
বিস্তারিত খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।