উত্তরপ্রদেশের বিজ্ঞাপন-বিতর্কে খোঁচা তৃণমূলের। বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল। মুম্বইয়ের সাকিনাকায় ধর্ষণ ও হত্যাকাণ্ডে পুলিশ কমিশনারের মন্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক। ‘করোনায় মৃত’দের ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়ে নয়া গাইডলাইন জারি কেন্দ্রের।
হেডলাইন:
আরও শুনুন: 10 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিস্তারিত খবর:
1. যোগীরাজ্যের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি। তাতে চলছে কলকাতার ‘ট্রেডমার্ক’ হলুদ ট্যাক্সি। আশেপাশে কলকাতার একাধিক অভিজাত আবাসন। ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’ শিরোনামে এই বিজ্ঞাপনকে ঘিরেই নতুন করে বিতর্কে জড়াল তৃণমূল-বিজেপি।
বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপির লিটমাস টেস্টও বটে। অথচ একাধিক কারণে সে রাজ্যে যথেষ্ট চাপে যোগী আদিত্যনাথের সরকার। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই সে রাজ্যে উন্নয়নের বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি সরকার। কিন্তু এই বিজ্ঞাপনটি চোখে পড়তেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করেছে বাংলার শাসকদল। এ নিয়ে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুকুল রায়, কুণাল ঘোষ, প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী-সহ একাধিক নেতা। এমনকী সাংবাদিক বৈঠকেও যোগী আদিত্যনাথকে কটাক্ষ করতে ছাড়েননি ডেরেক ও ব্রায়েন।
তবে সব সমালোচনা উড়িয়ে এই ‘ভুলের’ দায় সংবাদপত্রের উপর চাপিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি ইতিমধ্যেই ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে দিয়েছে সংস্থাও। তবে যোগীরাজ্যের উন্নয়নের বিজ্ঞাপনে বাংলার ছবি ব্যবহার বিতর্ক এত সহজে শেষ হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
2. বেকারত্ব নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর কথায়, দেশের অর্থনীতির শোচনীয় অবস্থা। হু হু করে বাড়ছে বেকারত্ব। এমন পরিস্থিতিতে কেন্দ্র কী পদক্ষেপ করছে? গোটা দেশ প্রধানমন্ত্রীর কাছে প্রশ্নের উত্তর চাইছে বলে দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী। দেশের অর্থনীতির পুনরুজ্জীবন নিয়ে সরকারের তরফে মিথ্যা দাবি করা হচ্ছে বলেও মনে করছেন তিনি।
কোভিড পরিস্থিতির জেরে গত বছরের শুরু থেকেই মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। কাজ হারিয়েছিলেন বহু মানুষ। অথচ তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না বলে দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। রবিবার টুইটারে তিনি জানিয়েছেন, ২০২১ সালের আগস্ট পর্যন্ত কমপক্ষে সাড়ে তিন কোটির বেশি ভারতীয় চাকরি খুইয়েছেন। এর পরই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তোপ দেগেছেন তিনি।
ইতিপূর্বে রাজ্যের নানা দাবি-দাওয়া থেকে বকেয়া অর্থ চাওয়া, একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। এবার সরাসরি বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত মিত্র। যা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।