জগদ্ধাত্রী পুজোর বিসর্জনেও বিধিনিষেধ। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী শোভাযাত্রার বদলে প্রতীকী বিসর্জন। বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কটাক্ষ তথাগত-সহ বিজেপি নেতাদের। ‘উগ্র হিন্দুত্ব বোকো হারাম বা আইসিসের মতোই বিপজ্জনক’। কংগ্রেস নেতা সলমন খুরশিদের বক্তব্যে বিতর্ক। গোয়া চলচ্চিত্র উৎসবে বাদ পড়ল ‘ডিকশনারি’। ক্ষোভ উগরে দিলেন পরিচালক ব্রাত্য বসু।
হেডলাইন:
আরও শুনুন: 10 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- অভিযোগের গেরোয় ফের স্থগিত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
বিস্তারিত খবর:
1. স্কুল খোলা নিয়ে রাজ্যের জারি করা নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। কোভিডবিধি মেনে আগামী ১৬ নভেম্বর থেকেই স্কুল খুলতে চলেছে রাজ্যে। স্কুলের সময়সীমাও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। ৫ ঘণ্টা ৫০ মিনিট চলবে স্কুল। কোভিড সংক্রান্ত সচেতনতা তৈরির জন্য স্কুলে অতিরিক্ত ১০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। ওই সময় কোভিড সংক্রান্ত পাঠ দেওয়া হবে পড়ুয়াদের।
২৯ অক্টোবর শিলিগুড়ির প্রশাসনিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, আগামী ১৬ নভেম্বর থেকেই রাজ্যে খুলে যেতে চলেছে সমস্ত স্কুল ও কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইনের পরিবর্তে অফলাইনে হবে ক্লাস। তার আগে স্যানিটাইজেশন প্রক্রিয়া সেরে ফেলারও নির্দেশ দেন। কিন্তু পড়ুয়ারা স্কুলে গেলে করোনার আশঙ্কা বাড়তে পারে, এই যুক্তিতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্যের সিদ্ধান্তই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
2. পুরভোটের আগে ত্রিপুরাজুড়ে হিংসার ঘটনা বেড়েই চলেছে। বুধবার রাতে আগরতলা পুরসভার ৪৮ লম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসপ্রার্থী অপর্না বিশ্বাসের বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতি। বিজেপি আশ্রিত গুন্ডারা বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন অপর্ণা বিশ্বাসের ছেলে। লাগিয়ে দেওয়া হয় আগুন। এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই আগরতলায় ত্রিপুরা-পুলিশের সদর দপ্তরের সামনে ধর্নায় বসেন ত্রিপুরা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ছিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুবল ভৌমিক-সহ আরও অনেকেই। এ প্রসঙ্গে সুস্মিতা দেব জানিয়েছেন তৃণমূলের প্রতি জনসমর্থন বাড়ছে। তাতে ভীত বিজেপি। তৃণমূল প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে৷ সব জেনে শুনেও প্রশাসন নীরব। এভাবে তৃণমূলকে লড়াই থেকে সরানো যাবে না।
এদিকে সুস্মিতা দেবের দায়ের করা মামলার ভিত্তিতেই এদিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি। ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলকে নিরাপদে প্রচার করতে দিতে হবে। যথাযথ নিরাপত্তা দিতে হবে প্রার্থীদের। নির্বাচনও যাতে অবাধ, সুষ্ঠুভাবে হয়, সেই দায়িত্বও বিপ্লব দেব সরকারেরই। বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনটাই জানিয়ে দিল শীর্ষ আদালত। এই নির্দেশ যথাযথভাবে পালন হচ্ছে কি না, সেদিকে নজর রেখে আদালতে রিপোর্ট পেশ করবেন ত্রিপুরার স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।