মণ্ডপসজ্জায় জুতো বিতর্কের জের। নতিস্বীকারের জল্পনা উড়িয়ে অবস্থানে অনড় দমদম পার্ক ভারতচক্র। কুড়ি বছর পর আলিপুরদুয়ারের নন্দীগ্রামে এল বিদ্যুৎ। কৃতজ্ঞতা জানিয়ে মমতাময়ী নগর নাম দিলেন বাসিন্দারা। উৎসবের মরশুমে জঙ্গিদের নিশানায় রাজধানী। দিল্লিতে জারি হাই অ্যালার্ট।
হেডলাইন:
আরও শুনুন: 9 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- মণ্ডপসজ্জায় জুতো, পুজো কমিটিকে আইনি নোটিস
আরও শুনুন: 8 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- পুজোয় অনুদান মিলবে ক্লাবগুলির, সবুজ সংকেত দিল হাই কোর্ট
বিস্তারিত খবর:
1. থিমে ইতিহাসের পাতা থেকে তুলে আনা দেশজোড়া কৃষক আন্দোলন। তেভাগা, তেলেঙ্গানা আধিয়ার থেকে শুরু করে আজকের লখিমপুর খেরি। প্রতিবাদের জ্বলন্ত ছবি ফুটিয়ে তুলতে জুতো, চটি ব্যবহার করে মণ্ডপ সাজিয়েছে দমদম পার্ক ভারতচক্র। পুজোর মরশুমে চর্চার শীর্ষে এই মণ্ডপ। দেবী দুর্গার মণ্ডপে এই সজ্জা জনমানসের ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’, এই অভিযোগ জানিয়ে পুজো উদ্যোক্তাদের আইনি নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী। আপত্তি তুলেছে বিজেপিও। শনিবারই এই নোটিস হাতে এসেছে পুজো কমিটির। যদিও এই আইনি চিঠিকে আমল দিতে নারাজ উদ্যোক্তারা। মণ্ডপসজ্জা বদলে ফেলার কোনও পরিকল্পনাও নেই তাঁদের। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে যতই শোরগোল হোক, নিজেদের অবস্থানে অনড় থাকবেন বলেই জানিয়েছেন তাঁরা। থিমশিল্পী অনির্বাণ দাস স্পষ্ট জানালেন, ”মায়ের মূর্তি যেখানে আছে, সেখানে মোটেই জুতো নেই। আর কৃষক আন্দোলন থিমের সঙ্গে জুতো, চটি – এসব আনুষঙ্গিক। তাই মণ্ডপ সাজাতে তা একটি অংশে ব্যবহার করা হয়েছে।”
2. পঞ্চমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ার নাকাশিপাড়ায়। ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল কিশোরের। গুরুতর জখম আরও ২ জন। ঘাতক ডাম্পারটির পিছু নিয়ে আক্রান্ত হলেন এক পেট্রল পাম্পের কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আতিক রহমান শেখ। বয়স ১০ বছর। নদিয়ার নাকাশিপাড়া থানার নাগাদি এলাকার বাসিন্দা আতিক দেবগ্রামের একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। রবিবার সকালে বাবা ইটাজুল শেখের সঙ্গে রাস্তায় বেরিয়েছিল দুই ভাই। পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয় আতিকের। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জখম তার বাবা এবং ভাই।
এদিকে ঘটনাটি দেখে ডাম্পারটির পিছু নিয়েছিলেন অজয় সাহা নামে পেট্রল পাম্পের এক মেকানিক। বানগড়িয়া মোড়ে এক চায়ের দোকানের মালিক ও সেখানে থাকা কয়েকজন অজয়কে আটকায়। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এই সুযোগে চম্পট দেয় ডাম্পারটি। স্থানীয়দের অভিযোগ, ডাম্পারটিকে পালাতে সাহায্য করতেই অজয়কে আটকানো হয়েছিল। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই চায়ের দোকানের মালিককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।