অভিযোগের গেরোয় আপাতত স্থগিত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ছ-হাজার চিকিৎসককে বদলির সিদ্ধান্ত স্বাস্থ্যদপ্তরের। রাজ্যে শীতের আমেজে ছেদ। সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির আশঙ্কাও। কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেপ্তার যুবক।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অভিযোগের গেরোয় ফের থমকে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আপাতত নিয়োগ সুপারিশ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
২০১৫ সালের টেটের মাধ্যমে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পরীক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশের পরই হাই কোর্টে মামলা দায়ের হয়। অভিযোগ, মেধা তালিকায় গরমিল রয়েছে। লাগাতার মামলার পরে আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের প্রতিটি জেলা অফিসের বাইরে মেধা তালিকা টাঙিয়ে রাখা হয়। বলা হয়, এই তালিকা নিয়ে কারোর অভিযোগ থাকলে তা সরাসরি কমিশনে জানানো যাবে। সেই অভিযোগ খতিয়ে দেখবেন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকরা। বুধবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশন জানায়, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কমিশনে ৪০ হাজার অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে কমিশনকে আরও তিন মাস সময় দিয়েছে হাই কোর্ট। কিন্তু এই সময়ের মধ্যেই নিয়োগ করতে পারবে না কমিশন। ১৫ সপ্তাহ পর এই মামলার শুনানি হবে হাই কোর্টে।
2. এ বার ছ’হাজার ডাক্তারকে সংশ্লিষ্ট হাসপাতাল থেকে অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। বছরের পর বছর ধরে আর এক হাসপাতালে থাকা যাবে না। বাকি আর পাঁচটা সরকারি দপ্তরে যে নীতিতে কর্মী বদল হয়, সেই নিয়ম এ বার কার্যকর হতে চলেছে স্বাস্থ্যদপ্তরেও।
সম্প্রতি স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যকর্তাদের নিয়ে তৈরি বিশেষ দলের দেওয়া রিপোর্ট দেখে চোখ কপালে উঠেছে স্বাস্থ্যভবনের। সেই রিপোর্টে দেখা গিয়েছে, এক যুগের উপর একই হাসপাতালে একই পদে বহাল তবিয়তে কাজ করছেন প্রায় তিনশো ডাক্তার। বারবার বদলির নির্দেশ এলেও ‘অজ্ঞাত কারণে’ সে নির্দেশ কার্যকর হয়নি। অনেক ক্ষেত্রে বদলি আটকাতে বিভিন্ন সময়ে নিয়ম করে রাজনৈতিক জার্সি বদল করে যেতেও দেখা গিয়েছে অনেককে। তবে ‘খুঁটির জোর’ আর চলবে না। কাউকে কোথাও মৌরসিপাট্টা গড়তে দেওয়া যাবে না আর। এমনই কড়া হুঁশিয়ারি মিলেছে স্বাস্থ্যভবনের তরফে। চিকিৎসকদের স্বার্থরক্ষার প্রশ্নে রাজ্য সরকার সংবেদনশীল, কিন্তু তাঁদেরও সরকারি নিয়ম মানতে হবে, সাফ জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য-অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।